ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁও চিনিকলে ৫১ কোটি টাকার চিনি অবিক্রীত

প্রকাশিত: ০৬:১০, ৪ জুলাই ২০১৫

ঠাকুরগাঁও চিনিকলে  ৫১ কোটি টাকার  চিনি অবিক্রীত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩ জুলাই ॥ ঠাকুরগাঁও চিনিকলে এখনও ৫১ কোটি টাকার বেশি চিনি অবিক্রীত রয়েছে। গত ৩ মৌসুমে অবিক্রীত মোট ১৩ হাজার ৫৩৫ মেট্রিকটন চিনি গুদামে পড়ে আছে। যার মূল্য প্রায় ৫১ কোটি টাকার অধিক। চিনিকলে প্রতি কেজি চিনি ৩৭ টাকা আর খোলাবাজারেও ৩৭ টাকা কেজি দরে চিনি বিক্রি হওয়ায় তালিকাভুক্ত ডিলাররা মিল থেকে চিনি উত্তোলন করছেন না। কারণ শ্রমিকদের নিকট হতে তারা ৩২ হাজার টাকা টন দরে চিনি পাচ্ছে। মিল কর্তৃপক্ষ এখন দোকানে দোকানে চিনি বিক্রি করে বেড়াচ্ছে। গত ফেব্রুয়ারি মাস থেকে এ পযর্ন্ত শ্রমিক কর্মকর্তারা বেতন পাননি। ফলে চিনিকল শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। সামনে ঈদ, বেতন পাবে কিনা এ নিয়ে দুশ্চিন্তায় ভুগছে শ্রমিকরা। বেতনের পরিবর্তে মিল কর্তৃপক্ষ শ্রমিকদের মাঝে ১ টন চিনি ৩৭ হাজার টাকা দরে বিতরণ করছে। কিন্তু স্থানীয় চিনি ব্যবসায়ীরা প্রতিটন ৩২ হাজার টাকা দরে শ্রমিকদের কাছ থেকে ক্রয় করছে। এতে টন প্রতি শ্রকিদের ৫ হাজার টাকা করে লোকসান গুনতে হচ্ছে। ফলে শ্রমিকদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। অপরদিকে অবসরপ্রাপ্ত শ্রমিকরা বেতনের জন্য মিল গেটে প্রতিদিন বসে থাকছেন।
×