ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই পাশে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট, ঘটছে দুর্ঘটনা

প্রকাশিত: ০৬:০৭, ৪ জুলাই ২০১৫

দুই পাশে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট, ঘটছে দুর্ঘটনা

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ৩ জুলাই ॥ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের নারায়ণগঞ্জ শহরের ১নং রেলগেট থেকে ২নং রেলগেট পর্যন্ত উভয় পাশে বিপজ্জনকভাবে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। ফলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। গত ২১ জুন ১নং রেলগেটের বোস কেবিনের সামনে এক ফল ব্যবসায়ী ট্রেনের নিচে কাটা পড়ে মর্মান্তিভাবে নিহত হন। জানা যায়, শহরের ১নং রেলগেট থেকে ২নং রেল গেট পর্যন্ত রেললাইনের উভয় পাশে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে অবৈধ দোকান-পাট। সরেজমিন দেখা যায়, রেল লাইনের উভয় পাশঘেঁষে বিপজ্জনকভাবে বিভিন্ন প্রকার ফল, হলুদ, মরিচ, শুঁটকি, আসবাবপত্র ও কাঁচাবাজারসহ প্রায় শতাধিক অবৈধ দোকান-পাট বসেছে। অথচ ২/১ ঘণ্টা পর পরই যাত্রী নিয়ে ট্রেন আসা-যাওয়া করছে। ফলে অবৈধ দোকানি ও ক্রেতারা জীবনের ঝুঁকি নিয়ে ক্রয়-বিক্রয় করছে। এতে যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা। সাইদুল ইসলাম জানায়, যখন ট্রেন আসে তখন ক্রেতা-বিক্রেতা উভয়েই ঝুঁকির মধ্যে পড়ছে। কিন্তু এ অবৈধ দোকানপাট কেউ উচ্ছেদ করছে না। ফলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ফল ব্যবসায়ী জামাল জানায়, সংসার চালাতে ঝুঁকি নিয়েই রেল লাইনের পাশে দোকান নিয়ে বসেছি। কিছুই করার নেই। এদিকে ২১ জুন ১নং রেলগেটের বোস কেবিনের সামনে সাদেক আলী নামে এক ফল ব্যবসায়ী ট্রেনের নিচে কাটা পড়ে মর্মান্তিকভাবে নিহত হন। স্থানীয়রা বলছে, এভাবেই ঘটতে পারে দুর্ঘটনা। নারায়ণগঞ্জ রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কুদ্দুস মিয়া জানায়, ১নং রেলগেট থেকে ২নং রেলগেট পর্যন্ত রেল লাইনের উভয় পাশে গড়ে ওঠা দোকানপাটগুলো শতভাগ অবৈধ। আমাদের একার পক্ষে উচ্ছেদ করা সম্ভব নয়। রেলওয়ে কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে হবে।
×