ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চিলির ভরসা সানচেজ

প্রকাশিত: ০৫:৫৯, ৪ জুলাই ২০১৫

চিলির ভরসা সানচেজ

স্পোর্টস রিপোর্টর ॥ বিশ্বফুটবলের সেরা ফরোয়ার্ডদের একজন এ্যালেক্সিস সানচেজ। স্প্যানিশ ক্লাব বার্সিলোনাতেই নিজের জাত চিনিয়েছেন তিনি। কিন্তু গত মৌসুমেই বার্সা ছেড়ে আর্সেনালে যোগ দেন চিলির এই তারকা ফুটবলার। আজ কোপা আমেরিকার ফাইনালে মাঠে নামছে তার দল। প্রতিপক্ষ শক্তিশালী আর্জেন্টিনা। আর চিলির কোচ জর্জ সামপাওলি ফাইনালে তারকা স্ট্রাইকার সানচেসের কাছ থেকে নৈপুণ্য প্রত্যাশা করছেন। তার বিশ্বাস শিরোপার চূড়ান্ত লড়াইয়ের ফল নির্ধারণী ভূমিকায় অবতীর্ণ হবেন আর্সেনালের এই ফুটবলার। চিলির আক্রমণভাগের অন্যতম ভরসা সানচেজ হলেও আশানুরূপ খেলা দেখাতে পারছেন না। প্রতিযোগিতায় এখন পর্যন্ত দলের পাঁচ খেলার একটিতেই কেবল অবদান রাখতে পেরেছেন তিনি। তাই ফাইনালে সানচেসের ওপর আস্থা রাখছেন কোচ সামপাওলি। এ বিষয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে সে ভাল অনুভব করছে। এটা সবারই জানা যে, দলের অন্যতম সেরা খেলোয়াড় সে। আশা করি ফাইনালে সে নৈপুণ্য নিয়েই ফিরবে। কেননা সে আমাদের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’ প্রতিযোগিতার আগের ম্যাচগুলোতে নান্দনিকতা দেখালেও সেমিফাইনালে দশ জনের দল পেরুর বিপক্ষে ২-১ গোলের জয় পেতেই রীতিমতো বেগ পেতে হয় চিলিকে। তাই ফাইনালের আগেই দলের সবাইকে সতর্ক করে দিয়েছেন তিনি। এ বিষয়ে চিলির কোচ সামপাওলি বলেন, ‘আমাদের সামনে যা অপেক্ষা করছে তার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। আমরা জানি ওই ম্যাচটি অনেক কঠিন হবে। সেমিফাইনাল থেকেও কঠিন।’ ফাইনালের আগে লিওনেল মেসিদের নিয়ে সানচেজদের সতর্ক করলেন প্যারাগুয়ের স্ট্রাইকার লুকাস বারোস। মার্টিনোর দলের বিপক্ষে আক্রমণে যেতেও নিষেধ করছেন তিনি। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে তার পরামর্শ হলো, ‘চিলিকে সতর্ক হয়ে খেলতে হবে। ওদের বিপক্ষে আক্রমণে যেতে গেলে চিলি সমস্যায় পড়বে। সেক্ষেত্রে আমাদের যা পরিণতি হয়েছে সেটাই হবে চিলির।’ তবে ফাইনালটা যে বেশ জমজমাট হবে সেটা মানছেন লুকাস বারোস। এ বিষয়ে তিনি বলেন, ‘চিলি খুব ভাল দল। কিন্তু ফেবারিট আর্জেন্টিনা। ফাইনালে উপভোগ্য লড়াই হবে বলেই মনে করছি।’ ফাইনালে চিলিকে সমীহ করছে আর্জেন্টিনাও। এ বিষয়ে অভিজ্ঞ কোচ জেরার্ডো মার্টিনো বলেন, ‘চিলি দুর্দান্ত খেলছে। তাছাড়া তাদের ভাল খেলোয়াড় রয়েছে। সুযোগ পেলেই তারা আমাদের চাপে ফেলে দিতে চাইবে।’
×