ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আশুলিয়ায় দফায় দফায় শ্রমিক সংঘর্ষ, গাড়ি ভাংচুর ॥ আহত ১০

প্রকাশিত: ০৫:৫৩, ৪ জুলাই ২০১৫

আশুলিয়ায় দফায় দফায় শ্রমিক সংঘর্ষ, গাড়ি ভাংচুর ॥ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩ জুলাই ॥ আশুলিয়া থানাধীন বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় ‘আনজির এ্যাপারেল্স’ পোশাক কারখানার শ্রমিক ও পরিবহন শ্রমিকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা এ সময় কয়েকটি গাড়ি ভাংচুর করে। জানা গেছে, শুক্রবার দুপুরে ওই পোশাক কারখানার একজন সুপারভাইজারকে সড়কে চলাচলের সময় ‘আলিফ’ পরিবহনের একটি গাড়ি আঘাত করে। এ ঘটনায় ওই সুপারভাইজারের সঙ্গে আলিফ পরিবহনের চালক ও হেলপারের সঙ্গে ধস্তাধস্তি হয়। এ খবর কারখার শ্রমিকরদের কাছে পৌঁছলে পোশাক কারখানার শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানার বাইরে বের হয়ে আলিফ পরিবহনের ২টি গাড়ি ভাংচুর এবং এর চালক, সুপারভাইজর ও হেলপারকে মারধর করে কারখানার ভিতরে চলে যায়। পরে বাসস্ট্যান্ডের টিকেট মাস্টার, সুপারভাইজার, গাড়ির মালিক সমিতির লোকজন ও পরিবহন শ্রমিক নেতারা একত্রিত হয়ে লাঠি-সোঁটা নিয়ে কারখানার গেটে গিয়ে হামলা চালায়। এতে কারখানার শ্রমিকরা উত্তেজিত হয়ে একযোগে পরিবহন শ্রমিকদের ওপর হামলা চালায় ও রাস্তার পাশে রাখা ৩টি পিকআপ ভ্যান ভাংচুর করে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়।
×