ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আমরা আর গরিব নই ॥ জয়

প্রকাশিত: ০৫:৪৭, ৪ জুলাই ২০১৫

আমরা আর গরিব  নই ॥ জয়

বিডিনিউজ ॥ বিশ্বব্যাংকের সূচকে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ায় আওয়ামী লীগ সরকারের কঠোর পরিশ্রমকে ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো তাঁর ছেলে জয়ও আশা করছেন আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের শেষ দিকেই বাংলাদেশ উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত হবে। ফেসবুকে তিনি লিখেছেন, বাংলাদেশ আর দরিদ্র দেশ নয়, যা এখন আনুষ্ঠানিকভাবে একটি মধ্যম আয়ের দেশ। গত ৬ বছরে আমাদের সরকারের সময় মাথাপিছু আয় দ্বিগুণেরও বেশি হয়েছে, দারিদ্র্যসীমা কমে প্রায় অর্ধেক হয়েছে, আর্থ-সামাজিক সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকারের কঠোর পরিশ্রমকে জানাই সকল ধন্যবাদ। বিশ্ব ব্যাংকের তরফ থেকে বুধবার জানানো হয়, মাথাপিছু আয়ের বিচারে তাদের সূচকে বাংলাদেশের অবস্থান নিম্ন-মধ্যম আয়ের দেশের কাতারে পৌঁছেছে। পরদিন বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশকে উচ্চ-মধ্যম আয়ের দেশের কাতারে নিতে যা যা দরকার সরকার তা করবে। জয় ফেসবুকে আরও লিখেছেন, আমরা এখন নিম্ন-মধ্যম আয়ের সীমায় রয়েছি, কিন্তু আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের শেষদিকে আমরা ‘উচ্চ-মধ্যম’ আয়ের দেশে পরিণত হবো, যা আমাদের লক্ষ্য ২০২১ সালের বেশ আগে। আমাদের পরবর্তী লক্ষ্য ২০৪১ সালের মাঝে একটি উন্নত দেশ। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।
×