ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছিটমহল জরিপ কর্মকর্তাদের তালিকা প্রদান

প্রকাশিত: ০৭:১৭, ৩ জুলাই ২০১৫

ছিটমহল জরিপ কর্মকর্তাদের তালিকা প্রদান

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২ জুলাই ॥ ১৬২ ছিটমহলে ৬ জুন থেকে যৌথ জরিপ হচ্ছে। এ জরিপ কাজে নিয়োজিত উভয় দেশের ৭৫ কর্মকর্তার নামের তালিকা বৃহস্পতিবার জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের হলরুমে দু’দেশের জেলা প্রশাসক পর্যায়ে বৈঠকে হস্তান্তর করা হয়েছে। ছিটমহল জরিপ কাজে নিয়োজিত কর্মকর্তাদের তালিকা হস্তান্তর বৈঠকে বাংলাদেশী পক্ষে ১৫ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক এবিএম আজাদ। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান, নীলফামারী জেলা প্রশাসক জাকির হোসেন, পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন, লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী, বিজিবি রংপুর অঞ্চলের পরিচালক লে. কর্নেল সাফিউল আলম খাঁন, লালমনিরহাট পুলিশ সুপার টিএম মুজাহিদুল ইসলাম, কুড়িগ্রাম পুলিশ সুপার তবারক উল্ল্যাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আক্তার হোসাইন আজাদ, ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেএম এরশাদ আহসান হাবীব, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরকুতুবুল আলম, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক জাহিদুল হক সরকার, রংপুর জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা আব্দুল মান্নান, ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশী হাই কমিশনের কাউন্সিলর আনোয়ারুল ইসলাম। ভারতের পক্ষে ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুচবিহার জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) পি উলাগানাথন। এই প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন কুচবিহার পুলিশ সুপার রাজেশ কুমার ইয়াদেভ, বাংলাদেশে নিযুক্ত সহকারী হাইকমিশনার সন্দ্বীপ মিত্র, কুচবিহার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) চিরঞ্জীব ঘোষ, কুচবিহার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এলএন্ডএলআর) সঞ্জয় কুমার দাস, মেখলিগঞ্জ সাব ডিভিশনাল অফিসার রঞ্জন কুমার ঝাঁ, মাথাভাঙ্গা সাব ডিভিশনাল অফিসার রঞ্জন চক্রবর্তী, দিনহাটা সাব ডিভিশনাল অফিসার কৃষ্ণভা ঘোষ, পশ্চিমবঙ্গের (ডিসিও) উপ-পরিচালক অরুনাশীষ চ্যাটার্জি, সহকারী উপ-পরিচালক দেবাশীষ চ্যাটার্জি, কুচবিহার ডিএম (ডিসি) বিপ্লব সরকার, ছিটমহল উন্নয়ন কর্মকর্তা প্রদীপ্ত ভক্ত, জরিপকারী কর্মকর্তা (আইবিবিডি) সুদীপ্ত সরকার, ছিটমহল সেলের পর্যবেক্ষক এলটি ভুটিয়া। লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, সম্মেলনে ছিটমহল বিনিময় সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। ৩১ জুলাই মধ্যরাত হতে দুই দেশের ভিতরে থাকা ছিটমহলগুলো হস্তান্তর করা হবে। ছিটমহল হস্তান্তর প্রক্রিয়ায় জটিলতা এড়াতে ৬ জুলাই হতে ১৬ জুলাই পর্যন্ত প্রতিটি ছিটমহলে খানা জরিপ করা হবে। এই জরিপ হতে ছিটমহলের প্রকৃত জনসংখ্যা, ঘরবাড়ি, অর্থসম্পদসহ আর্থসামাজিক অবস্থা জানা যাবে।
×