ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৭৫ বাংলাদেশীকে ফেরত পাঠিয়েছে ভারত

প্রকাশিত: ০৬:৫৫, ৩ জুলাই ২০১৫

৭৫ বাংলাদেশীকে ফেরত পাঠিয়েছে ভারত

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ ভাল কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া ২ শিশুসহ ৭৫ বাংলাদেশীকে বৃহস্পতিবার ফেরত দিয়েছে ভারত। সরকারের দেয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের ফেরত পাঠায় ভারতীয় কর্তৃপক্ষ। যশোর রাইটসর নির্বাহী পরিচালক বিনয়কৃষ্ণ মল্লিক, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি যশোর শাখার সমন্বয়কারী এ্যাডভোকেট সালমা খাতুন এ সময় উপস্থিত ছিলেন। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বৃহস্পতিবার দুপুর ২টায় তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে হস্তান্তর করে। ইমিগ্রেশন পুলিশ ও পোর্ট থানার মাধ্যমে এদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও রাইটস যশোর নামে দুটি এনজিও সংস্থা। রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয়কৃষ্ণ মল্লিক জানান, তাদের ঢাকা আহছানিয়া মিশনের যশোরের শেল্টার হোমে রাখা হয়েছে। তাদের দুই ব্যাচ করে প্রশিক্ষণ দেয়া হবে। পরে এদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে। এক সপ্তাহের মধ্যে এ সব নারী-শিশু নিজ নিজ পরিবারের কাছে এনজিও কর্মকর্তারা সোপর্দ করবেন বলে জানা গেছে।
×