ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্ব খাদ্য পুরস্কার পাচ্ছেন ফজলে হাসান আবেদ

প্রকাশিত: ০৬:৫৫, ৩ জুলাই ২০১৫

বিশ্ব খাদ্য পুরস্কার পাচ্ছেন ফজলে হাসান আবেদ

স্টাফ রিপোর্টার ॥ খাদ্য ও কৃষি খাতের নোবেল প্রাইজ বলে খ্যাত এ বছরের বিশ্ব খাদ্য পুরস্কার পেতে যাচ্ছেন বিশ্বের বৃহত্তম বেসরকারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ রুরাল এ্যাডভান্সমেন্ট কমিটি- ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে দেশটির কৃষিমন্ত্রী টমাস ভিলস্যাক এ পুরস্কারের জন্য আবেদের নাম ঘোষণা করেন। ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়, “অনেকেই যাকে দারিদ্র্য বিমোচনে ‘বিশ্বের সবচেয়ে সবচেয়ে সফল সংস্থা বলেন, সেই ব্র্যাক গড়ে তোলার পেছেনে অনন্য অবদানের” স্বীকৃতি হিসেবে স্যার ফজলে হাসান আবেদকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে স্যার ফজলে হাসান বলেন, এই পুরস্কারের জন্য মনোনীত হওয়া এক বিরল সম্মান। ৪৩ বছরেরও বেশি সময় ধরে আমি যে প্রতিষ্ঠানটিকে নেতৃত্ব দিয়ে আসছি, সেই ব্র্যাকের কর্মকা-কে স্বীকৃত দেয়ায় আমি ওয়ার্ল্ড প্রাইজ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত দেশে বিপর্যস্ত মানুষকে ত্রাণ সহায়তা প্রদানের লক্ষ্যে ফজলে হাসান আবেদের নেতৃত্বে ব্র্যাক প্রতিষ্ঠিত হয়। ২০০৯ সালে যুক্তরাজ্য সরকার তাকে ‘নাইট’ উপাধি দেয়। বর্তমানে বিশ্বের সাড়ে তের কোটি মানুষ ব্র্যাকের সেবার আওতাভুক্ত। প্রতিষ্ঠানটি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ অবদান রেখে চলছে, যা সর্বত্র স্বীকৃত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পরাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়, আবেদের নেতৃত্বে ব্র্যাক বিশ্বের সবচেয়ে বড় বেসরকারী সংস্থায় পরিণত হয়েছে। এ সংস্থাটি বিভিন্ন দেশের অন্তত ১৫ কোটি মানুষের দরিদ্র দূর করতে সহায়তা করেছে। বর্তমানে এশিয়া, আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চলের ১১টি দেশে কার্যক্রম পরিচালনা করছে ব্র্র্যাক। মানুষের জন্য খাদ্য সহজলভ্য করতে এবং এর মান উন্নয়নে যারা কাজ করছেন, তাদের সাফল্যের স্বীকৃতি হিসেবে ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন প্রতিবছর এ পুরস্কার দেয়। ১৯৮৬ সালে নোবেলজয়ী নরম্যান বর্লুগ ‘বিশ্ব খাদ্য পুরস্কার’ প্রবর্তন করেন। এ পুরস্কারের অর্থমূল্য আড়াই লাখ ডলার। আগামী অক্টোবরে আইওয়া অঙ্গরাজ্যের ডে মইন শহরে ফজলে হাসান আবেদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে।
×