ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে ৩০ কোটি টাকার উন্নয়ন কাজে ঘাপলা

প্রকাশিত: ০৭:৩৫, ২ জুলাই ২০১৫

রাজশাহীতে ৩০ কোটি টাকার উন্নয়ন কাজে ঘাপলা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীতে উন্নয়নের নামে কোটি কোটি টাকার কাজ দায়সারাভাবে সেরেই হরিলুটের চেষ্টা চলছে। প্রভাবশালী ঠিকাদার গ্রুপ সিটি কর্পোরেশনের নির্দেশ উপেক্ষা করে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে। এতে একদিকে নির্মাণের পরপরই অন্যদিকে ধসে পড়ার ঘটনাও ঘটেছে। এ নিয়ে রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম ক্ষোভ প্রকাশ করলেও প্রকৌশলীরাও জড়িত থাকায় নিম্নমানের কাজ ঠেকানো যাচ্ছে না। রাসিক সূত্র জানায়, জলাবদ্ধতা দূর করতে রাজশাহীজুড়ে চলছে ড্রেন নির্মাণের কাজ। নগড়জুড়ে ৩০ কোটি টাকার ৬৬ কিলোমিটার ড্রেন নির্মাণের কাজ চলছে। তবে এসব নতুন ড্রেন নির্মাণ কাজ নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। সকালে নির্মাণ করা ড্রেন বিকেলেই ভেঙে পড়ছে। এসব নির্মাণাধীন ড্রেন দেখে স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। শুধু এলাকাবাসী নয়, অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শনে গিয়ে কাজের হাল দেখে রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযীম নিজেও ক্ষোভ প্রকাশ করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর বিভিন্ন ওয়ার্ডে ড্রেন নির্মাণের কাজ চলছে। এরমধ্যে নগরীর উপশহর, পোস্টাল একাডেমির সামনে, যষ্ঠীতলা, কারাগার এলাকা ও ২০ নম্বর ওয়ার্ডসহ সবকটি ওয়ার্ডের আরও কয়েক জায়গায় ড্রেন নির্মাণের কাজ চলছে। তবে, এসব কাজের মান নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। তবে সম্প্রতি রাজশাহী সিটি কর্পোরেশনের ড্রেনেজ প্রকল্পের আওতায় পোস্টাল কমপ্লেক্স সংলগ্ন নির্মাণাধীন ড্রেন ধসে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম। তিনি নিজেই এসব ড্রেন নির্মাণ কাজ পরিদর্শনকালে নিম্নমানের কাজ হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন। দায়িত্বপ্রাপ্ত মেয়র কাজের মান সুনিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও নির্মাণকারী প্রতিষ্ঠানকে নির্দেশ দেন। তবে তার নির্দেশ নির্দেশই থাকছে মাত্র। কাজের কাজ হয়নি। মেয়রকে ফাঁকি দিয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেই চলছে কাজ। এর পেছনে রাসিকের কয়েকজন প্রকৌশলীর হাত রয়েছে বলে অভিযোগ করেছেন একাধিক কাউন্সিলর। রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী-২ নূর হোসেন জানান, ১৪টি ঠিকাদার প্রতিষ্ঠান মিলে নগরীতে ড্রেন নির্মাণের কাজ চলছে। সম্প্রতি পোস্টাল একাডেমি এলাকায় ড্রেন ধসে পড়ায় নগরীতে যতগুলো ড্রেন নির্মাণের কাজ চলছে সেগুলোর নির্মাণ কাজ রাসিকের পক্ষ থেকে তদারকি বাড়ানো হয়েছে।
×