ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাড়ে ২০ হাজার স্কুল ও মাদ্রাসায় ডিজিটাল পাঠদান শীঘ্রই

প্রকাশিত: ০৭:৩৪, ২ জুলাই ২০১৫

সাড়ে ২০ হাজার স্কুল ও মাদ্রাসায় ডিজিটাল পাঠদান শীঘ্রই

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ ডিজিটাল বাংলাদেশের রূপকল্প’২০২১ বাস্তবায়নে শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের কার্যক্রম শুরু হয়েছে। ফলে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে দেশের প্রায় সাড়ে ২০ হাজার মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় ডিজিটাল প্রযুক্তিতে পড়ালেখা শুরু হচ্ছে অতি অল্প সময়ের মধ্যে। মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ ও পড়ালেখার বিষয়বস্তু তৈরির জন্যও ইতোমধ্যে সরকার প্রায় ৪০ হাজার শিক্ষক ও শিক্ষা বিষয়ক কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করেছে। অভিভাবকদের দাবি শিক্ষায় মাল্টিমিডিয়া প্রযুক্তি বাস্তবায়নে সরকারকে আরও কঠোর হওয়া প্রয়োজন। চলমান এই প্রক্রিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এ প্রশিক্ষণ কর্মশালায় মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চট্টগ্রামের ৯টি সরকারী স্কুলসহ ২০টি স্কুলের প্রধান শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও এই কর্মশালায় জেলা শিক্ষা কর্তকর্তা, ১৪ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, চট্টগ্রাম মহানগর এলাকার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাড়াও সরকারী ও বেসরকারী বিদ্যালয়ের প্রধানগণ এতে অংশ নেন। অভিযোগ রয়েছে, সরকারী এ পদক্ষেপের আগেই চট্টগ্রাম শহরের বিভিন্ন বেসরকারী ইংরেজী মাধ্যম স্কুল ও কলেজে মাল্টিমিডিয়া ক্লাসরুমে ডিজিটাল প্রযুক্তিতে পাঠদান চালু রয়েছে। কিন্তু এখনও সরকারী ও বেসরকারী বেশিরভাগই চলছে ম্যানুয়েল পদ্ধতিতে পাঠদান কার্যক্রম। জেলা প্রশাসনের আইসিটি বিভাগের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব-উল-আহসান জনকণ্ঠকে জানিয়েছেন, প্রশিক্ষিত এসব শিক্ষক বা কর্মকর্তা প্রতি উপজেলায় সপ্তাহে তিনদিন স্ব স্ব স্কুলের শিক্ষককে মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং কন্টেন্ট এর ওপর প্রশিক্ষণ প্রদান করবেন। ক্রমান্বয়ে প্রতিটি স্কুল এ কার্যক্রমের আওতায় চলে আসবে। এ ছাড়াও মাল্টিমিডিয়া ক্লাস ম্যানেজমেন্ট সিস্টেম এ ড্যাশবোর্ড ব্যবহার সম্পর্কিত রিফ্লেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবারের কর্মশালায়। প্রশিক্ষণে অংশ নেয়া প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের মধ্যে স্কুলগুলো হচ্ছে চট্টগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়, চিটাগাং আইডিয়ার স্কুল এ্যান্ড কলেজ, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, হাজী মুহম্মদ মহসিন স্কুল, চট্টগ্রাম সরকারী স্কুল, সিটি সরকারী বালিকা বিদ্যালয়, রেলওয়ে এমপ্লয়ীজ গার্লস হাইস্কুল, হাউজিং এ্যান্ড সেটেলমেন্ট স্কুল, সেন্টপ্লাসিড স্কুল, টিচার্স ট্রেনিং স্কুল, পাথরঘাটা বালিকা বিদ্যালয়, নাসিরাবাদ সরকারী বিদ্যালয় ও বাকলিয়া সরকারী বিদ্যালয়সহ ২০টি স্কুল।
×