ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যাংক এশিয়ার মোবাইল ব্যাংকিং সেবা ‘হ্যালো’ বন্ধ

প্রকাশিত: ০৭:২৫, ২ জুলাই ২০১৫

ব্যাংক এশিয়ার মোবাইল ব্যাংকিং সেবা ‘হ্যালো’ বন্ধ

মোবাইল ব্যাংকিং সেবা ‘হ্যালো’ বন্ধ রেখেছে ব্যাংক এশিয়া। গত মাস থেকে পাওয়া যাচ্ছে না সেবাটি। বন্ধ রয়েছে হ্যালোর কল সেন্টারও। এ বিষয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা না পাওয়ায় বিপাকে পড়েছেন প্রায় আড়াই লাখ সেবাগ্রহীতা। এ সেবা বন্ধে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনও নেয়া হয়নি বলে জানা গেছে। যোগাযোগ করা হলে ব্যাংক এশিয়ার ‘হ্যালো’ সেবার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ নাজিমউদ্দিন বলেন, প্রযুক্তিগত উন্নয়নের জন্য সেবাটি বন্ধ রাখা হয়েছে। এক মাসের মধ্যেই সেবাটি পুনরায় চালু হবে। এ সম্পর্কে গ্রাহককে অবহিত না করা প্রসঙ্গে তিনি বলেন, এত গ্রাহককে জানানো সম্ভব নয়। তাই জানানো হয়নি। তবে সেবা বন্ধে কেন্দ্রীয় ব্যাংক থেকে মৌখিক অনুমতি নেয়া হয়েছে। জানা গেছে, গত বছরের ১৭ মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় মোবাইল ব্যাংকিং সেবা ‘হ্যালো’। -অর্থনৈতিক রিপোর্টার চট্টগ্রাম কাস্টমসের ২৭ হাজার কোটি টাকা রাজস্ব আদায় রাজনৈতিক অস্থিরতা এবং লাগাতার হরতাল অবরোধের মধ্যেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। দেশের একক বৃহত্তম রাজস্ব যোগানদাতা এ সংস্থাটি সদ্য সমাপ্ত ২০১৪-১৫ অর্থবছরে ২৭ হাজার ২৪৪ কোটি টাকা আয় করেছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩১০ কোটি টাকা বেশি। শুল্ক ভবন সূত্রে এ তথ্য জানা যায়। অর্থবছরে চট্টগ্রাম কাস্টম হাউসের জন্য এনবিআরের ধার্য্যকৃত লক্ষ্যমাত্রা ছিল ২৬ হাজার ৯৩৩ কোটি টাকা। বছরের শেষ দিন পর্যন্ত এর বিপরীতে আদায় হয় তার চেয়ে বেশি। এরমধ্যে সবচেয়ে বেশি রাজস্ব অর্জিত হয় জ্বালানি তেল, গাড়ি, ভোজ্য তেল ও মেশিনারিজ আমদানির ক্ষেত্রে। কাস্টম সূত্রে প্রাপ্ত তথ্যে দেখা যায়, অর্থবছরে সবচেয়ে বেশি রাজস্ব আয় হয়েছে শেষমাস অর্থাৎ জুন মাসে। এ মাসে ২ হাজার ৭১৫ কোটি টাকার রাজস্ব অর্জিত হয়। এছাড়া প্রতিমাসেই গড়ে রাজস্ব আদায় হয়েছে ২ হাজার কোটি টাকার অধিক। -স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস
×