ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জিটিভিতে মৌসুমীর আড্ডা

প্রকাশিত: ০৭:০৫, ২ জুলাই ২০১৫

জিটিভিতে মৌসুমীর আড্ডা

সংস্কৃতি ডেস্ক ॥ জিটিভিতে প্রতি সপ্তাহে প্রচার হচ্ছে অপি করিমের উপস্থাপনায় সেলিব্রেটি আড্ডানুষ্ঠান ‘এস কিউ লাইট’স অপি’স গ্লোয়িং চেয়ার’। এই অনুষ্ঠানের মাধ্যমে অভিনেত্রী অপি করিম আবারও উপস্থাপনায় ফিরেছেন। ‘অপিস গ্লোয়িং চেয়ার’ অনুষ্ঠানের এরারের পর্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে জীবনের নানা দিক নিয়ে কথা বলবেন বাংলাদেশের রূপালি পর্দা কাঁপানো বিউটি কুইন মৌসুমী। অনুষ্ঠানে বলবেন ব্যক্তি মৌসুমী থেকে তারকা মৌসুমী হয়ে ওঠার গল্প। অনুষ্ঠানের মাধ্যমে দর্শক জানতে পারবেন সমরেশ মজুমদারের জীবনের অনেক না বলা কথা। শাহরিয়ার শাকিলের পরিচালনায় ‘এস কিউ লাইটস অপিস গ্লোয়িং চেয়ার’ অনুষ্ঠানটি আজ বৃহস্পতিবার রাত ৯টায় জিটিভিতে প্রচার হবে। এনটিভির যুগপূর্র্তিতে আয়োজন সংস্কৃতি ডেস্ক ॥ ‘সময়ের সাথে আগামীর পথে’ সেøাগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। আগামীকাল ৩ জুলাই এনটিভি একযুগ পূতি উপলক্ষে বভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে আজ রাত ১২-০১ মিনিটে সুধীজনদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটবেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। সকাল ৯টায় কারওয়ান বাজারে অবস্থিত এনটিভির কার্যালয় থেকে বের হবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষ হবে শাহবাগে। এছাড়া এনটিভির পর্দায় দিনব্যাপী প্রচার হবে বিশেষ অনুষ্ঠানমালা। ভোর ৬-১৫ মিনিটে প্রচার হবে শিল্পী সাবিনা ইয়াসমিনের একক সঙ্গীতানুষ্ঠান ‘সুরের বাঁধনে’। সকাল ৮-৪৫ মিনিটে প্রচার হবে ‘ছুটির দিনের গান’ অনুষ্ঠানের বিশেষ পর্ব। সকাল ১০-০৫ মিনিটে আহসানুল হক পলাশের প্রযোজনায় প্রচার হবে এনটিভির বিভাগীয় প্রধানদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ‘এনটিভি নিয়ে কিছু কথা’। সকাল ১১-৩০ মিনিটে প্রচার হবে নৃত্যানুষ্ঠান ‘মেঘের পালক’। দুপুর ১২-২০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘মনের মত মন’। বেলা ২-৩০ মিনিটে প্রচার হবে বিশেষ স্টুডিও লাইভ শো ‘১ যুগ পূর্তি’।
×