ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দেশীয় সংস্কৃতি বিকাশে কাজ করতে চাই : শুভ

প্রকাশিত: ০৭:০৪, ২ জুলাই ২০১৫

দেশীয় সংস্কৃতি বিকাশে কাজ করতে চাই : শুভ

স্টাফ রিপোর্টার ॥ ‘কি যাদু করেছো বলনা’, ‘একবিন্দু ভালবাসা দাও’ শিরোনামের জনপ্রিয় গানের সঙ্গীত পরিচালক আলী আকরাম শুভ। গানগুলো মানুষের মুখে মুখে। এ ধরনের অসংখ্য গানের সঙ্গীত পরিচালক আলী আকরাম শুভ। এ পর্যন্ত দেড় শতাধিক চলচ্চিত্রের কাজ করেছেন। ২০০৮ সালেই তার কম্পোজিশনের তিনটি গান জনপ্রিয় হয়। দেশের ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবারের সন্তান শুভ জানান, ঈদ উল ফিতর উপলক্ষে ‘লাভ ম্যারেজ’ এবং ঈদ-উল আযহার জন্য ‘রাজা বাবু’ চলচ্চিত্রের কাজ করছেন তিনি। এছাড়া ‘দুনিয়া কাঁপানো প্রেম’, ‘গুন্ডামী’সহ বেশ কিছু চলচ্চিত্রের কাজ শেষ করেছেন। কাজের কথা চলছে আরও বেশকিছু চলচ্চিত্রের। তার প্রথম সঙ্গীত পরিচালিত চলচ্চিত্র ছিল ‘জানের জান’। সফল সঙ্গীত পরিচালক আলী আকরাম শুভ জানান, তার গানের শুরুটা খুব ছোট বেলা থেকেই। তবে ছোট বেলায় তিনি বাঁশি ও তবলা বাজানো শিখেছেন। পরে অবশ্য স্কুলে গিটার বাজিয়েছেন। ঢাকায় আসার পর ১৯৯০-১৯৯১ সালের পপগুরু আজম খানের সঙ্গে কয়েকটি শো করেন তিনি। সেই সময় কয়েকটি জনপ্রিয় ব্যান্ডে কির্বোড বাজিয়েছেন। এভাবেই শুরু। শুভ বলেন, ঢাকা ভার্সিটিতে পড়াকালীন ইচ্ছে ছিল চাকরির পাশাপাশি সঙ্গীতের সঙ্গে থাকব। সঙ্গীত পরিচালক হওয়ার পরিকল্পনা ছিল না। সে সময় বড় ভাই আবু তাহের সঙ্গীত পরিচালনার জন্য একটি গান আমাকে দেন। আমি সেটা শখের বশেই করি। এরপর বড় ভাইয়ের সহকারী হিসেবে কাজের পাশাপাশি দেশ বরেণ্য সঙ্গীত পরিচালক চাচা আলাউদ্দিন আলীর সহকারী হিসেবেও কাজ করেছি। বড় ভাই আবু তাহের ১৯৯৯ সালে মারা যাওয়ায় তার রেখে যাওয়া অসম্পূর্ণ কাজগুলো আমি করি। এভাবেই সঙ্গীত পরিচালনার সঙ্গে জড়িয়ে পড়ি। নিজের গাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমার দাদা মনসুর আলী সঙ্গীত পরিচালক ছিলেন, বাবা একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত পরিচালক ছিলেন। আলী আকবর রুপু আমার চাচাত ভাই। আমার আরেক চাচা সাদেক আলী সঙ্গীত পরিচালক ছিলেন। পারিবারিকভাবেই সঙ্গীত পরিচালনার সঙ্গে জড়িয়ে যাওয়া, তাই কখনও গাইতে ইচ্ছা করেনি। দেশের সঙ্গীতের রিয়েলিটি শোগুলো আরেকটু মানের দিকে খেয়াল রাখতে হবে বলে তিনি মনে করেন। এতে বিচারক হিসেবে ডাক পেলে কাজ করতে আগ্রহী শুভ। তবে ভবিষ্যত অডিও এবং চলচ্চিত্র দুই মাধ্যমেই মনোনিবেশ করতে চান তিনি। নিজের দেড় যুগের সঙ্গীত ক্যারিয়ার প্রসঙ্গে শুভ বলেন, আমি মনে করি দেশের হয়ে একটা কিছু করতে পারছি এর চেয়ে বড় প্রাপ্তি নেই। দেশে ও দেশের বাইরের হাজারও মানুষ আমাকে ভালবাসে। তবে আমাকে তৃপ্তি দিতে পারে এমন কাজটি এখনও করতে পারিনি। আলী আকরাম শুভ সঙ্গীতে জগতে আলো ছড়াক এই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
×