ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রাজিল স্কোয়াড নিয়ে অসন্তুষ্ট রিভালদো

প্রকাশিত: ০৬:৪৯, ২ জুলাই ২০১৫

ব্রাজিল স্কোয়াড নিয়ে অসন্তুষ্ট রিভালদো

স্পোর্টস রিপোর্টার ॥ এবারও কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল। এজন্য দলের ওপর ভীষণ ক্ষ্যাপা সাবেক ফুটবলাররা। রিভালদোই যেমন বলে দিয়েছেন, ‘স্কোয়াডেই সমস্যা ছিল।’ পর পর দুই আসরে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকেই ব্রাজিলের বিদায়। এটি মেনে নিতে না পেরে ব্রাজিলিয়ান কিংবদন্তিরা স্বাভাবিকভাবেই সমালোচনায় লিপ্ত হন। তারই ধারাবাহিকতায় সেলেসাওদের এমন পারফরমেন্সের জন্য দুর্বল দল বাছাইকে দায়ী করেছেন রিভালদো। এর আগে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) ওপর ক্ষোভ ঝাড়েন আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও। তিনি ব্রাজিলের বর্তমান অবস্থার জন্য সিবিএফের বর্তমান প্রেসিডেন্টসহ সংশ্লিষ্টদের দায়ী করেন। অন্যদিকে, ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গার দূরদর্শিতা নিয়ে প্রশ্ন তোলেন রিভালদো। অমর্যাদাপূর্ণ লিগের খেলোয়াড়দের জাতীয় দলে সুযোগ দেয়ায় তিনি দুঙ্গার তীব্র সমালোচনা করেন। বিশেষ করে দুবাইয়ের ক্লাবে খেলা এভারটন রিবেইরো ও চীনা ক্লাবের হয়ে খেলা দিয়েগো টারডেলিকে কোপা আমেরিকার স্কোয়াডে রাখায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে রিভালদো উল্লেখ করেন, ‘মঙ্গলবার (৩০ জুন) ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়ের ১৩ বছর পূর্ণ হয়েছে। ওই মুহূর্তটির কথা আমি কখনই ভুলব না। তখনকার দলটা ছিল দুর্দান্ত ও ¦সেরা। আর এখন সে অবস্থাটা নেই। যে কেউই ব্রাজিল দলে সুযোগ পাচ্ছে। আমার মনে আছে, ২০০৬ বিশ্বকাপের সময় গ্রীসের ক্লাবে খেলার কারণে আমাকে দলে নেয়া হয়নি।’ সাবেক বিশ্বসেরা ফুটবলার আরও বলেন, ‘এ অবস্থা চলতে থাকলে ব্রাজিলের ফুটবলের ভবিষ্যত অন্ধকার এবং আগামী ত্রিশ বছরেও আমরা চ্যাম্পিয়ন হতে পারব না। আমরা কি ভাল খেলোয়াড় দলে আনতে পারি না? যদি না থাকে তাহলে আমরা আবারও লজ্জার সম্মুখীন হব।’ বিশ্বকাপজয়ী রিভালদো আরও বলেন, ‘আমি সাধারণত চুপচাপ থাকতে পছন্দ করি। কোনকিছু বলতে চাই না। কিন্তু এখন আর শান্ত থাকতে পারলাম না। কারণ, বর্তমানে দেশের ফুটবলের অবস্থা খুবই নাজুক।’
×