ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শিষ্যদের নৈপুণ্যে উচ্ছ্বসিত মার্টিনো

প্রকাশিত: ০৬:৪৮, ২ জুলাই ২০১৫

শিষ্যদের নৈপুণ্যে উচ্ছ্বসিত মার্টিনো

স্পোর্টস রিপোর্টার ॥ সেমির লড়াইয়ে শক্তিশালী প্যারাগুয়েকে পরাজিত করে কোপা আমেরিকার ফাইনালে উঠল আর্জেন্টিনা। গত বছর ব্রাজিল বিশ্বকাপে শিরোপার লড়াইয়ে জার্মানির কাছে হেরেছিল মেসি-এ্যাগুয়েরোরা। এক বছরের মধ্যেই আরেকটি ফাইনালে উঠে নিজেদের শক্তিমত্তাটাকে বেশ ভালভাবেই জানান দিল জেরার্ডো মার্টিনোর দল। আর প্যারাগুয়ের বিপক্ষে শিষ্যদের পারফরমেন্সে উচ্ছ্বসিত আর্জেন্টিনার কোচ। বিশেষ করে লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ সাবেক বার্সিলোনার এই অভিজ্ঞ কোচ। কেননা প্যারাগুয়ের বিপক্ষে শেষ চারের লড়াইয়ে কোন গোল করতে পারেনি মেসি। কিন্তু সতীর্থদের দিয়ে করিয়েছেন তিন গোল। আর সুখী হওয়ার জন্য মেসির এটাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন মার্টিনো। এ বিষয়ে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে জেরার্ডো মার্টিনো বলেন, ‘আসলে সুখী হওয়ার জন্য দলের গোল স্কোরার হওয়ার প্রয়োজন নেই। দলের জন্য যা গুরুত্বপূর্ণ তা হলো ম্যাচে যা করা প্রয়োজন তার সাড়া দেয়া। আর মেসি সেটাই করেছে। আমার কাছে তাকে মোটেই চিন্তিত মনে হয়নি। বরং এমন পারফরমেন্সে সে খুবই আনন্দিত। তার কোন সমস্যা নেই।’ ১৯৯০ সালে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। দীর্ঘ দুই যুগ পর গত বছর ব্রাজিল বিশ্বকাপে আবারও ফাইনালের মঞ্চে উঠেছিল ম্যারাডোনার দেশ। কিন্ত দুর্ভাগ্য, সেবার ফাইনালে শক্তিশালী জার্মানির কাছে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয় তাদের। এক বছর পার হতে না হতেই আরেকটি টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনা। তাই এবার উচ্ছ্বাসটাও একটু বেশি। তবে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের এই আসরে এবার আর্জেন্টিনার শুরুটা তেমন ভাল হয়নি। সেমির আগের চার ম্যাচে প্রতিপক্ষের জালে মাত্র চারবার বল জড়িয়েছে জেরার্ডো মার্টিনোর দল। আর সেই দলটাই সেমিতে চমকে দিল বুধবার। গত মৌসুমের ফাইনালিস্ট প্যারাগুয়েকে ৬ গোলে রীতিমতো উড়িয়েই দিল মেসি-এ্যাগুয়েরোরা। আর এটা বিশ্বকাপ না হলেও অল্প সময়ের ব্যবধানে মেজর দ্বিতীয় এই টুর্নামেন্টের ফাইনালে উঠে দারুণ সন্তুষ্ট মার্টিনো। এ বিষয়ে আর্জেন্টিনার কোচ বলেন, ‘আমরা খুবই সন্তুষ্ট, আনন্দিত। কারণ এই ছেলেরাই আরেকটি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। তাও আবার এক বছরেরও কম সময়ের মধ্যে। এটা বিশ্বকাপ নয়, কিন্তু এটাও খুব গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট।’ কোপা আমেরিকার সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। এর পরেই অবস্থান আর্জেন্টিনার। এবার শিরোপা জিততে পারলেই যৌথভাবে সর্বোচ্চ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে মার্টিনোর দল। শনিবার রাতে প্রায় দুই দশকেরও বেশি সময়ের শিরোপাখরা কাটানোর মিশনে ফাইনালে চিলির প্রতিদ্বন্দ্বিতা করবে আসরের চৌদ্দবারের চ্যাম্পিয়নরা। এবারের আসরে ফেবারিট হিসেবেই খেলতে নামে আর্জেন্টিনা। কিন্তু চিলিও এবার ফেবারিটের তালিকায়। এখন পর্যন্ত কোপা আমেরিকার শিরোপা জিততে না পারলেও এবার চিলির সম্ভাবনা দেখছেন অনেক ফুটবল বিশেষজ্ঞই। কেননা এবারের আসরের যে স্বাগতিক দল চিলি। যে দলটিতে রয়েছে বিশ্ব ফুটবলের সেরা সেরা কয়েকজন তারকা খেলোয়াড়ও। সে বিষয়ে মোটেও চিন্তিত নন আর্জেন্টিনার কোচ মার্টিনো। তবে কোপার সেমিফাইনাল জিতেই শিষ্যদের সতর্ক করে দিয়েছেন সাবেক বার্সিলোনার এই অভিজ্ঞ কোচ। জানিয়ে দিলেন স্বাগতিক চিলির বিপক্ষে জয়ের জন্য কঠোর অনুশীলন করতে হবে। এ বিষয়ে মার্টিনোর অভিমত হলো, ‘প্যারাগুয়ের বিপক্ষে আমাদের পারফরমেন্স ছিল দুর্দান্ত।’
×