ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘুষবাণিজ্যের দায়ে বরিশাল পুলিশের ডিসি জিল্লুর সাসপেন্ড

প্রকাশিত: ০৬:৩৫, ২ জুলাই ২০১৫

ঘুষবাণিজ্যের দায়ে বরিশাল পুলিশের ডিসি জিল্লুর সাসপেন্ড

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে ঘুষ বাণিজ্যের দায়ে সাময়িক বরখাস্ত করা হলো বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার জিল্লুর রহমানকে। বুধবার ঢাকায় পুলিশ সদর দফতরের এক আদেশে এ ব্যবস্থা নেয়া হয়। আদেশে বলা হয়-শৃঙ্খলা ভঙ্গ, অসদাচরণ, দুর্নীতি ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণœ করার অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) জিল্লুর রহমানকে সাময়িক বরখাস্ত করে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের তদন্তের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ প্রমাণিত হয়েছে। হেড কোয়ার্টার্সের রিপোর্টের প্রেক্ষিতে বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। এ বিষয়ে পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, অপরাধীর বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। কেউ কোন ফৌজদারি অপরাধ, দুর্নীতি করলে সে পুলিশ হিসেবে গণ্য হবে না। তাকে অপরাধী হিসেবে গণ্য করে আইনের আওতায় আনা হচ্ছে। এ ধরনের অপরাধীকে কোনভাবেই ছাড় দেয়া হবে না। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। যারা শৃঙ্খলা ভঙ্গ বা অসদাচরণ করবে তাদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য পদোন্নতির জন্য ঘুষের টাকা সংগ্রহে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নিম্ন পদের পুলিশ সদস্যদেরকে প্রলুব্ধ বা উদ্বুব্ধ করেছেন-এমন অভ্যন্তরীণ গোয়েন্দা তথ্য পেয়েছিল পুলিশ হেডকোয়ার্টার্স। ‘ডিসিপ্লিন এ্যান্ড প্রফেসশনাল স্ট্যান্ডার্ড’ শাখা ওই বিষয়টিতে অনুসন্ধানে নামে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই জিল্লুর রহমানকে সাময়িক বরখাস্ত করার সুপারিশ করেছিলেন আইজিপি।
×