ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দার্জিলিংয়ে পাহাড় ধসে ২৭ জনের মৃত্যু

প্রকাশিত: ০৪:২২, ২ জুলাই ২০১৫

দার্জিলিংয়ে পাহাড় ধসে ২৭ জনের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে পাহাড় ধসে অন্ততপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির এক কর্মকর্তা বুধবার এই খবর জানিয়েছেন। মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টিপাতের কারণে বেশ কয়েক দফা ভূমিধসের ঘটনা ঘটেছে। দার্জিলিংয়ের জেলা ম্যাজিস্ট্রেট অনুরাগ শ্রীবাস্তব জানান, মিরিক এলাকা থেকে আটটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর পাঁচটি মৃতদেহ পাওয়া গেছে কালিম্পংয়ে। দার্জিলিং সাব ডিভিশনের শুকিয়া পোখরিতে আরেকটি মৃতদেহ পাওয়া গেছে। শ্রীবাস্তব আরও বলেন, ‘এখনও পর্যন্ত ১২ জন নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, আরও অনেক এলাকা থেকে তথ্য আসছে।’ সূত্র : বিবিসি/ওয়েবসাইট ছয় মাসে ১ লাখ ৩৭ হাজার মানুষ ইউরোপে পাড়ি জমিয়েছে ২০১৫ সালের প্রথমার্ধে রেকর্ডসংখ্যক ১ লাখ ৩৭ হাজার লোক বিপজ্জনক পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছে। তাদের অধিকাংশই যুদ্ধ, সংঘাত ও নির্যাতনের হাত থেকে বাঁচতে ইউরোপে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ বুধবার এ কথা জানায়। জাতিসংঘের শরণার্থী সংস্থা এক রিপোর্টে সতর্ক করে দিয়ে বলেছে, ইউরোপ এক নজিরবিহীন মাত্রার নৌ শরণার্থী সঙ্কটের মধ্যে পড়েছে। তিনি আরও বলেন, এক বছর আগের তুলনায় ২০১৫ সালের প্রথম ছয় মাসে ওই সাগর পাড়ি দেয়া ব্যক্তিদের সংখ্যা শতকরা ৮৩ ভাগ বৃদ্ধি পায়। রোবট যখন প্রোমোশন স্টাফ জাপানের টটরি প্রেফেকচারের গবর্নর শিনজি হিরাইকে (বামে) স্বাগত জানাচ্ছে দেশটির বৃহৎ টেলিকম কোম্পানি সফটব্যাংকের তৈরি করা রোবট পেপার (ডানে)। এখানে তরমুজ বিক্রিকে উৎসাহিত করতে শপিং মলে এখন রোবট ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে। ডেসপ্যাচ সার্ভিসে রোবটের ব্যবহার বিশ্বে এটাই প্রথম। সেলফ প্রমোশন স্টাফ হিসেবে কাজ করছে এই পেপার রোবট। -এএফপি রানীর খামার পরিদর্শন ফিলিপিন্স সফররত নেদারল্যান্ডসের রানী (ডানে) ম্যাক্সিমা মঙ্গলবার ম্যানিলার দক্ষিণাঞ্চলীয় একটি আনারস খামার পরিদর্শন করেন। দোভাষীর মাধ্যমে কয়েকজন খামারীর সঙ্গেও কথা বলেন রানী। খামারের মালিক মেলিসা গ্রেসিয়া (বামে) রানীকে অভ্যর্থনা জানান। ৪৪ বছর বয়সী রানী একজন ফ্যাশন সচেতন নারী হিসেবে পরিচিত। জাতিসংঘের চীফ ফিন্যান্স এ্যাডভোকেট হিসেবে ম্যাক্সিমা ফিলিপিন্স সফর করেন। বুধবার রাতে তিনি দেশে ফিরে যান। -ডেইলি মেইল অনলাইন
×