ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বের তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটর এয়ারটেল

প্রকাশিত: ০৭:১৪, ১ জুলাই ২০১৫

বিশ্বের তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটর এয়ারটেল

অর্থনৈতিক রিপোর্টার ॥ গ্রাহকসংখ্যার দিক দিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটরে পরিণত হয়েছে ভারতী এয়ারটেল (এয়ারটেল)। দক্ষিণ এশিয়ার পাশাপাশি আফ্রিকার ২০টি দেশে টেলিযোগাযোগ সেবাদানে শীর্ষস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে এয়ারটেলের কার্যক্রমভেদে গ্রাহক সংখ্যা ৩০ কোটি ৩০ লাখেরও বেশি বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মোবাইল অপারেটর প্রতিষ্ঠানটি। ১৯৯৫ সালের নবেম্বরে ভারতের নয়াদিল্লীতে কার্যক্রম শুরু করে এয়ারটেল। এরপর দুই দশকেরও কম সময়ে এটি উদীয়মান বাজারের একটি শীর্ষস্থানীয় ব্র্যান্ডে পরিণত হয়েছে। এই সময়ের মধ্যে আউটসোর্সিংয়ের উপর ভিত্তি করে লো-কস্ট বিজনেস মডেল উদ্ভাবনের মধ্য দিয়ে গ্রাহকদের মাঝে দ্রুতগতির সেবা ছড়িয়ে দেয়ার সক্ষমতার পাশাপাশি তাদের সুলভে মোবাইল টেলিফোন ব্যবহারের সুযোগ করে দিয়েছে এয়ারটেল। ওয়ার্ল্ড সেলুলার ইনফরমেশন সার্ভিস (ডব্লিউসিআইএস)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী গ্রাহকসংখ্যার দিক থেকে বিশ্বের শীর্ষ পাঁচটি মোবাইল অপারেটর কোম্পানির মধ্যে ৬২৬.২৭ মিলিয়ন মোবাইল সংযোগ নিয়ে এক নম্বরে রয়েছে চায়না মোবাইল। দ্বিতীয় স্থানে ভোডাফোন গ্রুপ (৪০৩.০৮ মিলিয়ন), তৃতীয় স্থানে ভারতী এয়ারটেল (৩০৩.১০ মিলিয়ন), চতুর্থ স্থানে চায়না ইউনিকম (২৯৯.০৯ মিলিয়ন) আর পঞ্চম স্থানে রয়েছে আমেরিকা মোভিল (২৭৪.১৪ মিলিয়ন)। জাল নোট শনাক্তকরণের ২০০ মেশিন বিতরণ অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদের বাজারে জাল নোট ঠেকাতে ব্যবসায়ীদের মাঝে জাল নোট শনাক্তকরণ মেশিন বিতরণ করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) কাছে ২০০টি জাল নোট শনাক্তকরণ মেশিন হস্তান্তর করা হয়। পরে এসব মেশিন উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে বিতরণ করা হয়। এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর আবুল কাশেম, নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, মাহবুবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর বলেন, ব্যবসায়ীদের প্রশিক্ষণের প্রস্তাবটি উৎসাহব্যঞ্জক। এফবিসিসিআই সহযোগিতা করলে আমরা এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি সোশ্যল মিডিয়ায় নিজেকে সম্পৃক্ত করেছে। এর মাধ্যমে নোট সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে। তিনি বলেন, দেশকে পুরোপুরি জাল নোট মুক্ত করতে চাই। এজন্য জাল নোটের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে সরকার।
×