ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিংসলে-বাঙ্গুরাদের সঙ্গে আজ বাফুফের বৈঠক

প্রকাশিত: ০৬:৩৫, ১ জুলাই ২০১৫

কিংসলে-বাঙ্গুরাদের সঙ্গে আজ বাফুফের বৈঠক

স্পোর্টস রিপোর্টার ॥ ‘বুধবার বেলা ১১টার দিকে বাফুফে সঙ্গে বাংলাদেশর বিভিন্ন ক্লাবে খেলা তিন বিদেশী ফুটবলারদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে তাদের বাংলাদেশের নাগরিকত্ব প্রদান বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। যদিও ইতোপূর্বেই এ বিষয়ে তাদের সঙ্গে কথাবার্তায় অনেকদূর এগিয়ে গেছে বাফুফে। তারপরও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে তাদের সঙ্গে আরও একবার বসতে চায় বাফুফে।’ কথাগুলো আবু নাইম সোহাগের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই সাধারণ সম্পাদক মঙ্গলবার বাফুফে ভবনে নিজ কক্ষে বসে আরও জানান, শেখ রাসেলের নাইজিরিয়ান ফরোয়ার্ড কিংসলে, মোহামেডান স্পোর্টিংয়ের গিনির স্ট্রাইকার ইসমাইর বাঙ্গুরা এবং ঢাকা আবাহনীর ডিফেন্ডার সামাদ ইউসুফÑ এই তিনজনের বুধবার বাফুফেতে আসার কথা। তবে কিংসলে এবং সামাদের আসা নিশ্চিত হলেও বাঙ্গুরার আসার বিষয়টি এখনও নিশ্চিত নয়। কেননা চট্টগ্রামে প্রিমিয়ার লীগের খেলা শেষ করে বাঙ্গুরা এখনও দলের সঙ্গে ঢাকায় পৌঁছাননি। তবে বাফুফে তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে।’ মূলত পাসপোর্ট ফটোকপিসহ আনুষ্ঠানিক কাগজপত্র গ্রহণ, তাদের পারিবারিক তথ্য এবং নাগরিকত্বের জন্য আবেদন ফরমে উল্লিখিত অন্য বিষয়ে সম্পর্কে জানতেই তাদের বাফুফে ভবনে আসতে বলা হয়েছে। তাদের সঙ্গে কথা বলার পরই এ বিষয়ে কাজের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করবে বাফুফে। বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন বিকল্প হিসেবে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলা কোন বিদেশীকে নাগরিকত্ব দিয়ে তাকে জাতীয় দলের খেলানোর পরিকল্পনা করছেন। জাতীয় দলের ডাচ্ কোচ লোডভিক ডি ক্রুইফের পরামর্শ অনুযায়ী ইতোমধ্যেই ইসমাইল বাঙ্গুরা ও সামাদ ইউসুফের সঙ্গে যোগাযোগ করেছে বাফুফে। ৫ বছরের অধিক সময় ধরে বাংলাদেশে ফুটবল খেলছেন তারা। এখন বাফুফের তালিকায় যোগ হয়েছে কিংসলের নামও।
×