ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘মেসি সব রেকর্ড ভাঙবে’

প্রকাশিত: ০৬:৩৫, ১ জুলাই ২০১৫

‘মেসি সব রেকর্ড ভাঙবে’

স্পোর্টস রিপোর্টার ॥ প্রশংসার শেষ নেই লিওনেল মেসির। চারদিক থেকে যে যেভাবে পারেন বার্সিলোনা তারকাকে প্রশংসায় ভাসান। এবার আর্জেন্টাইন এই তারকার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ইতালির সাবেক তারকা ফুটবলার পাওলো মালদিনি। মঙ্গলবার সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘একদিন মেসি সব রেকর্ড ভাঙবে।’ এসি মিলান কিংবদন্তি মালদিনি বিশ্বাস করেন, সাফল্যে দিয়াগো ম্যারাডোনাকেও ছাপিয়ে যাবেন মেসি। ক্লাব দল বার্সিলোনার হয়ে ইতোমধ্যে রেকর্ডের পর রেকর্ড গড়েছেন। গেল মৌসুমেও জিতেছেন ঐতিহাসিক ট্রেবল। মালদিনি মনে করেন মেসি, নেইমার ও সুয়ারেজ মিলে ভবিষ্যতে বার্সাকে আরও সাফল্য উপহার দেবেন। রেকর্ড গড়বে মেসি ও বার্সা। মালদিনি বলেন, লিও মেসি বিশ্বের সেরা ফুটবলার। ম্যারাডোনাকে ছাড়িয়ে যাওয়ার সব রকম যোগ্যতা আছে তার। কেভিতোভার উড়ন্ত সূচনা স্পোর্টস রিপোর্টার ॥ উইম্বল্ডন ওপেন টেনিসে দুর্দান্ত শুরু করেছেন প্রমীলা এককের বর্তমান চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা। লন্ডনে মঙ্গলবার প্রথম পর্বের লড়াইয়ে দ্বিতীয় বাছাই চেক প্রজাতন্ত্রের কেভিতোভা সরাসরি ৬-১, ৬-০ সেটে উড়িয়ে দেন র‌্যাঙ্কিংয়ের ১৩৮ নম্বর খেলোয়াড় হল্যান্ডের কিকি বার্টেন্সকে। মাত্র ৩৫ মিনিটেই জয় তুলে নেন কেভিতোভা। এছাড়া প্রথম পর্বের নিজ নিজ ম্যাচ জিতে দ্বিতীয় পর্বে নাম লিখিয়েছেন জার্মানির এ্যাঞ্জেলিক কারবার, ইউক্রেনের এলিনা সেভিটোলিনা, স্পেনের গারবাইন মুগোরুজা, ক্রোয়েশিয়ার মিরজানা লুসিস, রাশিয়া আনাস্টাসিয়া পাবলুচেঙ্কোভা ও অস্ট্রেলিয়ার চেসে ডেলেকুয়া। শিরোপা ধরে রাখার মিশনে দুর্দান্ত শুরুর পর কেভিতোভা বলেন, সেন্টার কোর্টে এমন অবিশ্বাস্য শুরু করতে পেরে ভাল লাগছে। দারুণভাবে ফিরে এসেছি আমি। এ ধারা ধরে রাখতে চাই।
×