ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘নেইমার ভবিষ্যতের বিশ্বসেরা’

প্রকাশিত: ০৬:৩৪, ১ জুলাই ২০১৫

‘নেইমার ভবিষ্যতের বিশ্বসেরা’

স্পোর্টস রিপোর্টার ॥ বড় তারকা হয়েই গেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। তবে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ও পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চেয়ে এখনও পিছিয়ে আছেন। যা মনে হচ্ছে, ধীরে ধীরে মেসি-রোনাল্ডোর কাতারে চলে যাচ্ছেন এবং এই দুইজনের যুগ শেষ হতেই নেইমার হয়ে যেতে পারেন ফুটবল বিশ্বে একক আধিপত্য বিস্তার করে থাকা ফুটবলার। ভবিষ্যতের বিশ্বসেরা তারকা যে তিনিই! তাই তো উরুগুয়ের সাবেক তারকা ফুটবলার দিয়াগো ফোরলানই এমন মনে করছেন। ফোরলান জানিয়েছেন, ‘জাদুকরী মেধা রয়েছে নেইমারের। এ মেধাই এক সময় নেইমারকে বিশ্বসেরা ফুটবলার বানাবে।’ ম্যানচেস্টার ইউনাইটেড, ভিয়ারিয়াল, এ্যাটলেটিকো মাদ্রিদে খেলা ফোরলানের মতে, সেলেসাও দলপতি কয়েক বছরের মধ্যে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, পর্তুগালের দলপতি ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে টপকে যাবে। নেইমার প্রসঙ্গে উরুগুয়ের জার্সি গায়ে ১১২ ম্যাচ খেলা ফোরলান বলেন, ‘বার্সেলোনায় এ মৌসুমে অসাধারণ খেলেছে নেইমার। সে মাত্রই দ্বিতীয় মৌসুমে খেলতে নেমে কাতালানদের হয়ে ট্রেবল জিতেছে। শুধু ব্যক্তিগত সাফল্যই নয়, নেইমার আর্জেন্টাইন মেসি আর উরুগুয়াইন সুয়ারেজের সঙ্গে দারুণ বোঝাপড়ার মধ্য দিয়ে খেলে চলেছে। আর এটাই নেইমারের মেধা প্রমাণ করে।’ কোপা আমেরিকার ৪৪তম আসরে গ্রুপপর্বের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মেজাজ হারিয়ে প্রতিপক্ষের ফুটবলারদের সঙ্গে অযথাই বিত-ায় জড়িয়ে চার ম্যাচ নিষিদ্ধ হন নেইমার। ফলে, কোপা আমেরিকার আসর থেকে ছিটকে পড়েন বার্সা তারকা। এ প্রসঙ্গে ফোরলান বলেন, ‘কিছু কিছু সময় আপনি ম্যাচে কিংবা ম্যাচ শেষে নিজের মেজাজ হারিয়ে ফেলতে পারেন। আমি মনে করি নেইমারের এগুলো ভুলে যাওয়া উচিত। ফুটবলে এমন ঘটনা স্বাভাবিক।’ ট্রেবল জয়ী নেইমার প্রসঙ্গে ফোরলান যোগ করেন, ‘নেইমার বিশ্বফুটবলের সেরা স্ট্রাইকারদের একজন। সে ব্রাজিলের মতো সেরা একটি দলের মূল অস্ত্র। নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়েও গোল করাতে নেইমারের জুড়ি নেই। ড্রিবলিংয়েও সে আমার চোখে সেরা স্ট্রাইকার। আর এসব কিছুই তাকে জাদুকরী ফুটবলার বানিয়ে ছাড়বে।’ মেসির থেকে ৫ আর রোনাল্ডোর থেকে ৭ বছরের ছোট নেইমার। ৩৬ বছর বয়সী ফোরলান জানান, ‘বর্তমান ফুটবল বিশ্বে নেইমার আর্জেন্টাইন ফুটবলের ক্ষুদে জাদুকর মেসি আর পর্তুগীজ ফুটবলের সেরা তারকা রোনাল্ডোর কাতারে অবস্থান করছে। যদিও নেইমারের অবস্থানটা এখনও দুই তারকার থেকে নিচে রয়েছে। কিন্তু আমি মনে করি খুব শীঘ্রই ব্রাজিল অধিনায়ক মেসি, রোনাল্ডোকে টপকে পারফর্মেন্সের দিক দিয়ে এগিয়ে যাবে।’ জাতীয় দলের দায়িত্ব পাওয়ার পর থেকে নেইমার সেলেসাওদের বদলে দিয়েছেন জানিয়ে ফোরলান বলেন, ‘নেইমার ব্রাজিল দলকে পরিবর্তন করে দিয়েছে। তার নেতৃত্বে দলের সবাই খেলতে পছন্দ করছে। এটা নেইমারের নেতৃত্ব গুণের একটি। আর এ জন্যই বার বার বলছি নেইমার দ্রুতই বিশ্বসেরা হবে।’ অবশ্য বিশ্বসেরা হওয়ার দৌড়ে থাকা এ ফুটবলারকে নিয়ে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। আগামী মৌসুমে ইব্রাহিমোভিচের জায়গায় প্যারিস সাঁজাঁ দলে নিতে মরিয়া সাম্বা সকারস্টার নেইমারকে। তবে ব্রাজিলীয় তারকা নেইমারকে বার্সিলোনা থেকে প্যারিসে নিয়ে আসতে ১৯০ মিলিয়ন ইউরো খরচ করতে আগ্রহী ফরাসী জায়ান্ট পিএসজি।
×