ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাবেক প্রধান তথ্য অফিসার আবদুস সোবহান আর নেই

প্রকাশিত: ০৬:০৭, ১ জুলাই ২০১৫

সাবেক প্রধান তথ্য অফিসার আবদুস সোবহান  আর নেই

স্টাফ রিপোর্টার ॥ সাবেক প্রধান তথ্য অফিসার আবদুস সোবহান আর নেই। মঙ্গলবার সকালে বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজেউন)। মরহুম আব্দুস সোবহান কর্মজীবনে প্রধান তথ্য অফিসার ছাড়াও গণযোগাযোগ অধিদফতরের প্রধান, রাষ্ট্রপতির প্রেসসচিবসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া ১৯৯১ সালে তিনি বেগম জিয়ার প্রথম প্রেস সেক্রেটারি নিযুক্ত হন। কর্মজীবনে তিনি অত্যন্ত নিষ্ঠাবান ও দক্ষ কর্মকর্তা ছিলেন। তথ্যমন্ত্রী ও তথ্য সচিবের শোক ॥ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিসিএস তথ্য সার্ভিসের সাবেক সদস্য ও সাবেক প্রধান তথ্য কর্মকর্তা আবদুস সোবহানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তঁর শোকবার্তায় মরহুমের পারলৌকিক শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অপর এক শোকবার্তায় তথ্য সচিব মরতুজা আহমদ সাবেক প্রধান তথ্য কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় বিসিএস ইনফরমেশন এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ জয়নাল আবেদীন ও মহাসচিব স. ম. গোলাম কিবরিয়া মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মঙ্গল কামনা করেন এবং মরহুমের পরিবারের শোকসন্তুপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
×