ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলা ২য় পত্র

অষ্টম শ্রেণির পড়াশোানা

প্রকাশিত: ০৭:২১, ৩০ জুন ২০১৫

অষ্টম শ্রেণির পড়াশোানা

১. ‘একগুঁয়ে’ কথাটি কোন বাগধারা দিয়ে প্রকাশ পায়? ক) রাঘব বোয়াল খ) গোঁয়ার গোবিন্দ গ) উড়নচন্ডী ঘ) নেই আঁকড়া ২. ‘কাঁচা দুধ সবার হজম হয় না’ - বাক্যে ‘কাঁচা দুধ’ শব্দটির অর্থ হলো - ক) অপক্ব খ) অসিদ্ধ গ) অপরিণত ঘ) অপূর্ণ ৩. হাইফেনকে বাংলায় কী বলা হয়? ক) ছেদ চিহ্ন খ) সংযোগ চিহ্ন গ) বিরাম চিহ্ন ঘ) বিরতি চিহ্ন ৪. ক্রিয়াপদের বানানে পদান্তে ও-কার- ক) অপরিহার্য খ) অপরিহার্য নয় গ) দুটিই প্রযোজ্য ঘ) বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য ৫. ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় - ক) বর্ণমালা খ) ধ্বনিমূল গ) শব্দমূল ঘ) শব্দ ৬. ‘সচেষ্ট’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? ক) প্রচেষ্ট খ) নিশ্চেষ্ট গ) যথেষ্ট ঘ) নিরত ৭. নিচের কোনটি সার্থক বাক্য নয়? ক) আমি বাড়ি খাব খ) আমি ভাত খাব গ) আমি বই পড়ব ঘ) আমি ছবি দেখব ৮. ছাত্র, শিক্ষক কোন লিঙ্গ? ক) স্ত্রীলিঙ্গ খ) পুংলিঙ্গ গ) ক্লীবলিঙ্গ ঘ) উভলিঙ্গ ৯. ‘দ্যুলোক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) দুঃ + লোক খ) দ্বি + লোক গ) দিব্ + লোক ঘ) দু + লোক ১০. ব্যঞ্জনধ্বনির সাথে স্বরধ্বনি অথবা ব্যঞ্জনধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে বলে - ক) স্বরসন্ধি খ) ব্যঞ্জনসন্ধি গ) বিসর্গসন্ধি ঘ) নিপাতনে সন্ধি ১১. ‘তোমার নেই নেই ভাব গেল না’ কোন অর্থে দ্বিরুক্ত? ক) বিশেষণ রূপে খ) ক্রিয়া বিশেষণ গ) সামান্য অর্থে ঘ) আধিক্য অর্থে ১২. ‘মাথা’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয় না? ক) অঙ্গবিশেষ খ) নির্লজ্জ গ) অর্থসংগতি ঘ) বুদ্ধি ১৩. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে - ক) ৩৩, ৮, ১০ খ) ৩২, ৭, ১১ গ) ৩০, ৮, ১২ ঘ) ৩২, ৭, ৯ ১৪. ‘জগতে অসম্ভব বলে কিছু নেই’ - গঠন অনুসারে কোন বাক্য? ক) সরল বাক্য খ) জটিল বাক্য গ) যৌগিক বাক্য ঘ) মিশ্র বাক্য ১৫. কোনটি শ্রেণিবাচক বিশেষ্য? ক) যমুনা খ) পাখি গ) সংঘ ঘ) ভোজন ১৬. ‘হ্ন’ এর পর বর্ণানুক্রমিক যুক্তাক্ষর কোনটি? ক) হ্ন খ) হ্ম গ) স্ক ঘ) স্ত ১৭. কোথায় সেমিকোলন বসে? ক) সম্বোধনের পরে খ) যৌগিক বাক্যে গ) খন্ডবাক্যে ঘ) বিস্ময় প্রকাশে ১৮. বর্তমানকালের অনুজ্ঞার মাধ্যম পুরুষের তুচ্ছার্থক ক্রিয়াপদে কোন বিভক্তি হবে? ক) শূন্য বিভক্তি খ) দ্বিতীয়া বিভক্তি গ) তৃতীয়া বিভক্তি ঘ) চতুর্থী বিভক্তি
×