ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:১৮, ৩০ জুন ২০১৫

দশম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৪. তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে কী বলে? ক) অর্থায়ন খ) পরিকল্পনা গ) বাস্তবায়ন ঘ) প্রকল্প ১৫. ঝগঝ ব্যাংকিং সেবায় আমাদের প্রয়োজন হয়- র. হিসাবের স্থিতি জানতে রর. চেক বই পাওয়ার অনুরোধ করতে ররর. ব্যাংকের বিস্তারিত তথ্য জানতে নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) রর ঘ) ররর ১৬. অর্থায়নের অভ্যন্তরীণ তহবিল কোনটি? র অবণ্টিত মুনাফা রর মালিকের মূলধন ররর শেয়ার নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র,রর ও ররর ১৭. প্রতিষ্ঠানের স্থায়ী ও চলতি খরচ প্রাক্কলনে ভুল হলে- র মূলধন বাজেটিং ভুল সিদ্ধান্ত দিতে পারে রর প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে ররর ব্যবসায়ের প্রচার বিলম্বিত হতে পারে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৮. সেজান দেখেছে যে তার বন্ধু যে উৎস হতে আয় করে তার ঝুঁকিও বেশি আবার আয়ও বেশি। সেও ঐ উৎস হতে আয় করতে চায়। এক্ষেত্রে তার উচিত- র. শেয়ারে বিনিয়োগ করা রর. ডিবেঞ্চারে বিনিয়োগ করা ররর. ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৯. অর্থায়ন প্রক্রিয়কা কোন প্রতিষ্ঠানের জ্রব্য অথিক গুরুত্বপূর্ণ? ক) ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য খ) অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য গ) সেবামূলক প্রতিষ্ঠানের জন্য ঘ) সকল প্রতিষ্ঠানের জন্য ২০. কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন ব্যাংকে হিসাব খোলে, তখন উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কী প্রদান করা হয়? ক) ব্যাংক পাস বই খ) জমার বই গ) ব্যাংক হিসাব বিবরণী ঘ) স্বাক্ষর কার্ড ২১. বাট্টাকরণ প্রক্রিয়া বলতে বোঝায়- র. বাট্টার পরিমাণ নির্ধারণ প্রক্রিয়া রর. অর্থের বর্তমান মূল্য নির্ধারণ প্রক্রিয়া ররর. সুদাসলকে সুদের হার দ্বারা ভাগের প্রক্রিয়া নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২২. ব্যাংক কখন কোনো প্রকল্পে অর্থ লগ্নী করে? ক) প্রকল্পের বাজার গবেষণা করে খ) প্রকল্পের সাংগঠনিক কাঠামো দেখে গ) প্রকল্পের মূলধনের পরিমাণ দেখে ঘ) প্রকল্পের লাভজনকতা মূল্যায়ন করে ২৩. ব্যাংকের বিনিয়োগ নীতির অন্তর্ভুক্ত হল- র. বিনিয়োগের আকার রর. বিনিয়োগের মেয়াদ ররর. বিনিয়োগের সুদের হার নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৪. মেয়াদি আমানত সর্বনিম্ন কত দিন ব্যাংকে জমা রাখতে হয়? ক) ১৫ দিন খ) ৩০ দিন গ) ৪৫ দিন ঘ) ৬০ দিন ২৫. শিল্প ব্যাংক কী উদ্দেশ্যে ঋণ প্রদান করে? র. আসবাবপত্র ক্রয়ের জন্য রর. যন্ত্রপাতি সংগ্রহের জন্য ররর. কারখানা নির্মাণের জন্য নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৬. প্রাপ্য বিল কোন ব্যাংকে ভাঙানো হয়? র কেন্দ্রীয় ব্যাংক রর বাণিজ্যিক ব্যাংক ররর বেসরকারি ব্যাংক নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর ২৭. বিভিন্ন উৎস হতে সংগৃহীত তহবিলের ব্যয় বলতে কী বোঝায়? ক) মূলধন ব্যয় খ) তহবিলের উৎস গ) মূনাফার হার ঘ) মূলধন আয় ২৮. স্থায়ী খরচ হলো- র অফিস ভাড়া রর বীমা খরচ ররর কাঁচামাল খরচ নিচের কোনটি সঠিক?
×