ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ভ্যাটিকানের, ইসরাইলের ক্ষোভ

প্রকাশিত: ০৬:২৯, ২৯ জুন ২০১৫

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে  স্বীকৃতি ভ্যাটিকানের,  ইসরাইলের ক্ষোভ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে ভ্যাটিকান শুক্রবার তাদের সঙ্গে প্রথম চুক্তি স্বাক্ষর করেছে। ইসরাইল-ফিলিস্তিন সংঘাত অবসানে এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন জানিয়ে করা এই চুক্তিকে সাহসী সিদ্ধান্ত বলে অভিহিত করেছে ভ্যাটিকান। এ চুক্তিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে ইসরাইল বলেছে, এ ধরনের হঠকারী পদক্ষেপ শান্তি প্রক্রিয়াকে বিঘিœত করবে। খবর আলজাজিরা ও ইয়াহু নিউজের। জাতিসংঘ ২০১২ সালের ২৯ নবেম্বর ফিলিস্তিনকে ‘অবজারভার নন-মেম্বার স্টেট’ হিসেবে স্বীকৃতি দেয়। ভ্যাটিকান ওই উদ্যোগকে স্বাগত জানিয়েছিল। এই চুক্তি পোপ ফ্রান্সিসের অধীনে পররাষ্ট্র নীতিতে ভ্যাটিকানের ক্রমবর্ধমান সক্রিয় ভূমিকাকে আরও জোরদার করেছে। ভ্যাটিকানের পররাষ্ট্রমন্ত্রী আর্চবিশপ পল গ্যালাগার ফিলিস্তিন রাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষরের সময় বলেছেন, তিনি আশা করছেন ইসরাইল-ফিলিস্তিনের দীর্ঘকাল স্থায়ী সংঘাত চূড়ান্তভাবে নিরসনে এই চুক্তি অনুপ্রেরণা যোগাবে। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি আশা প্রকাশ করে বলে বলেন, এই চুক্তি দখলের শৃঙ্খল থেকে মুক্ত করে ফিলিস্তিনী জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার, স্বাধীনতা এবং নিজেদের স্বাধীন রাষ্ট্রের মর্যাদার স্বীকৃতি দেবে।
×