ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ষষ্ঠ এ্যালবাম নিয়ে ফিরছেন সোহাগ

প্রকাশিত: ০৫:৩৯, ২৯ জুন ২০১৫

ষষ্ঠ এ্যালবাম নিয়ে ফিরছেন সোহাগ

স্টাফ রিপোর্টার ॥ অডিও অঙ্গনে মৌলিক গানের সঙ্কট চলছে বেশ কিছুদিন ধরে। এ অবস্থার উত্তরণে নানা অজুহাতে সিনিয়র শিল্পীরা যখন সঙ্গীতাঙ্গন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সেই সময়ে তরুণরা এই অঙ্গনের গতি সঞ্চারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। তবে মৌলিক গানের সঙ্কট কতটা দূর হয়েছে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। এই অবস্থায় নতুন এ্যালবাম নিয়ে আসছেন কন্যা, আলতা রাঙ্গা পায়, সখী, আমি বড় একা, চাই না পরাজয় শীর্ষক গানগুলোর মাধ্যমে পরিচিতি পাওয়া ব্যান্ড শিল্পী সোহাগ। অডিও বাজারের অস্থিরতায় কিছুদিন এ অঙ্গন থেকে খানিকটা দূরে থাকলেও স্টেজে নিয়মিত পারফর্ম করেছেন তিনি। আসছে ঈদে আবারও তিনি তার ভাটিয়াল ব্যান্ডের ষষ্ঠ এ্যালবাম ‘তুমি একান্তই আমার’ নিয়ে ফিরছেন। এ্যালবামের জন্য সব গান লিখেছেন এই সময়ের তরুণ গীতিকার এন আই বুলবুল। এ্যাালবামের সব গানের সুর-সঙ্গীত পরিচালনা করছেন সোহাগ নিজেই। এ্যালবামের কয়েকটি গানের শিরোনাম হলো- ‘তুমি একান্তই আমার’, ‘ভালোই তো আছি’, ‘পাগলী’, ‘স্বপ্ন হারা’, ‘গুরু-শিষ্য’ প্রভৃতি। এ প্রসঙ্গে সোহাগ বলেন, নতুন এ এ্যালবামে আমাকে শ্রোতাদের মাঝে নতুনভাবে উপস্থাপন করছি। আশা করি শ্রোতারা ভাল কিছু কথা ও সুরের গান পাবেন। এদিকে সোহাগ তার ব্যান্ড নিয়েও ব্যস্ত সময় পার করছেন। নিয়মিত ব্যান্ডের প্র্যাকটিস করছেন। আসছে ঈদে দেশের বিভিন্ন জেলায় কনসার্ট নিয়ে ব্যস্ত থাকবেন তিনি। এ প্রসঙ্গে সোহাগ বলেন, ঈদের কনসার্টগুলোর প্রস্তুতি নিচ্ছি। ঈদের দিন থেকে বেশ কয়েকদিন ভাটিয়াল ব্যান্ডের কনর্সাট নিয়ে ব্যস্ত থাকব। ইতোমধ্যে সাতক্ষীরা, খুলনা, যশোরসহ কয়েকটি জেলার প্রোগ্রা চূড়ান্ত করেছি। সোহাগ বাংলা গান নিয়ে তার স্বপ্নের কথা বলতে গিয়ে তিনি বলেন, সারা জীবন বাংলা গানের সঙ্গে থাকতে চাই। শ্রোতারা যে ধরনের গান পছন্দ করে, সে ধরনের গান বেশি বেশি করতে চাই। আমি চাই বাংলাদেশের গান সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছাক। আমি আরও স্বপ্ন দেখি আমার সঙ্গীত পরিচালনায় দেশে ও দেশের বাইরের অনেক জনপ্রিয় শিল্পীরা গান গাইবে।
×