ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজ শুরু উইম্বল্ডন

প্রকাশিত: ০৫:৩৬, ২৯ জুন ২০১৫

আজ শুরু উইম্বল্ডন

স্পোর্টস রিপোর্টার ॥ এক বছরের অপেক্ষার প্রহর শেষে আজ থেকে শুরু হচ্ছে উইম্বল্ডন। মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্টে নিজেদের সেরাটা ঢেলে দিতে টেনিসের সব তারকারাই প্রস্তুত। পুরুষ এককে উইম্বল্ডনের বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারায় সার্বিয়ান এই টেনিস তারকা উইম্বল্ডনের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে মরিয়া। মহিলা এককে বর্তমান চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভার ভরসাও এই উইম্বল্ডন। ক্যারিয়ারে দুটি মেজর শিরোপা জিতেছেন তিনি। যার দুটিই এই অল ইংল্যান্ড ক্লাবে। যে কারণে এবারও ফেবারিটের তকমাটা মাখানো তার গায়ে। তাছাড়া দুর্দান্ত গতিতে ছুটতে থাকা সেরেনা উইলিয়ামস কিংবা মারিয়া শারাপোভাও শিরোপা পুনরুদ্ধারে বেশ আত্মবিশ্বাসী। মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা। গত মৌসুমে অল ইংল্যান্ড ক্লাবে শিরোপা জয়ের পর টেনিস কোর্টে খুব বেশি ভাল কাটেনি তার। তারপরও পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ীও উন্নতি ঘটেছে কেভিতোভার। দুইবারের উইম্বল্ডন চ্যাম্পিয়ন এই চেক তারকা এবার দ্বিতীয় বাছাই হিসেবে উইম্বল্ডনে খেলতে নামবেন। ২০১১ সালে এই উইম্বল্ডন জয়ের মাধ্যমেই প্রথমবারের মতো গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের স্বাদ পান তিনি। এর পরের দুই বছর নিজেকে মেলে ধরতে পারেননি চেকপ্রজাতন্ত্রের এই টেনিস তারকা। গত মৌসুমে আবারও উইম্বল্ডনের শিরোপা পুনরুদ্ধার করেন কেভিতোভা। উইম্বল্ডনে এবার ত্রিমুকুট জয়ের সামনে দ্বিতীয় বাছাই। তবে পেত্রা কেভিতোভার শিরোপা ধরে রাখার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন সেরেনা উইলিয়ামস। চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছেন আমেরিকান টেনিস তারকা। মৌসুমের প্রথম দুটি মেজর টুর্নামেন্টের শিরোপা নিজের শোকেসে তুলেছেন তিনি। যে কারণে এবার ফেবারিট হিসেবে কোর্টে নামছেন ৩৩ বছর বয়সী সেরেনা। প্রকৃতপক্ষে গত দেড় দশক ধরেই টেনিস কোর্টে দাপট দেখাচ্ছেন আমেরিকান এই টেনিস তারকা। উইম্বল্ডনেও ধরে রাখতে চান তা। তার অসাধারণ পারফর্মেন্সে মুগ্ধ রাফায়েল নাদালও। স্প্যানিশ টেনিস তারকার মতে, সেরেনা যখন তার সেরাটা খেলে তখন তাকে হারানোটা খুবই কঠিন। আগামী সেপ্টেম্বরেই ৩৪ এ পা দিতে যাচ্ছেন আমেরিকান তারকা। আর মাত্র ছয় বছর পরই তার বয়স হবে ৪০। টেনিসবোদ্ধাদের ধারণা ৪০ বছর বয়সে যদিও কোন প্রমীলা খেলোয়াড় গ্র্যান্ডসøাম জিতে তাহলে তিনি হবেন সেরেনা উইলিয়ামস। তবে সেটা আসলেই পারবেন কি না তা বলবে সময়।’ বর্তমান টেনিস র‌্যাঙ্কিংয়ের তিনে অবস্থান করছেন রোমানিয়ার সিমোনা হ্যালেপ। এখন পর্যন্ত কোন গ্র্যান্ডসøাম জিততে না পারা এই টেনিস তারকা মেজর শিরোপা জয়ের আক্ষেপ ঘুচাতে মরিয়া। মারিয়া শারাপোভার সময়টাও ভাল যাচ্ছে না। ২০০৪ সালে প্রথম উইম্বল্ডন জয়ের পর থেকেই এখানে আর নিজেকে মেলে ধরতে পারেননি রুশ সুন্দরী। এবার সেই অপেক্ষার পাল। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা। বর্তমানে কঠিন সময় পার করছেন তিনি। গত ২২ মাস ধরে কোন শিরোপা জয়ের স্বাদ পাননি তিনি। তারপরও আশা ছাড়ছেন না বেলারুশ সুন্দরী। সুদীর্ঘ কারিয়ারে দুটি গ্র্যান্ডসøামজয়ী এই টেনিস তারকার লক্ষ্য এখন প্রথমবারের মতো উইম্বল্ডনের শিরোপা নিজের শোকেসে তোলা।
×