ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গজারিয়ায় ১০ ঝুঁকিপূর্ণ স্কুলে চলছে পাঠদান

প্রকাশিত: ০৫:৩৩, ২৯ জুন ২০১৫

গজারিয়ায় ১০ ঝুঁকিপূর্ণ স্কুলে  চলছে  পাঠদান

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়া উপজেলায় দশটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে শ্রেণীকক্ষে পাঠ গ্রহণ করছে দুই সহস্রাধিক কোমলমতি শিশু শিক্ষার্থী। উপজেলা প্রকৌশলীর কার্যলয় দশটি বিদ্যালয়ের মধ্যে দুটিকে পরিত্যক্ত ও বাকি আটটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। বার বার উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও বিদ্যালয় ভবনগুলো পুনর্নির্মাণ বা সংস্কারের কোন উদ্যোগ নেই। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা আতঙ্কিত হলেও বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান গ্রহণ করছে। সহকারী প্রকৌশলী মোঃ নুরুজ্জামান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওবায়দুল হক ভুঞা বিষয়টি স্বীকার করে জানান, বিদ্যালয়গুলোর দেয়াল ও ছাদের বিভিন্ন অংশে ফাটল ধরাসহ কক্ষগুলো ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ায় যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
×