ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রূপগঞ্জে সংখ্যালঘুর বাড়ি গুঁড়িয়ে দিল ভূমিদস্যুরা

প্রকাশিত: ০৫:৩২, ২৯ জুন ২০১৫

রূপগঞ্জে সংখ্যালঘুর  বাড়ি গুঁড়িয়ে  দিল ভূমিদস্যুরা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৮ জুন ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় ভূমিদস্যুরা প্রায় এক বিঘা পৈত্রিক ভিটে দখলে নিতে এক সংখ্যালঘু পরিবারের বসতঘর গুঁড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় ভিটে বাড়ি ছেড়ে দিতে ওই পরিবারকে অব্যাহত হত্যার হুমকি দেয়া হচ্ছে। রবিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ এলাকায় ঘটে এ ঘটনা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিতলগঞ্জ এলাকার সুনিল চন্দ্র দাস পৈত্রিক সূত্রে মালিক হয়ে এক বিঘা জমিতে বাড়িঘর নির্মাণ করে তার ছেলেমেয়েসহ পরিবার নিয়ে স্থায়ী বসবাস করে আসছেন। স্থানীয় ভূমিদস্যু মনির হোসেন, শামিম মিয়া, ফেন্সি আলম, পারভেজ মিয়া, আরিফ হোসেনসহ তাদের লোকজন সংখ্যালঘুর বসতবাড়ি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা চালিয়ে আসছে। নিরীহ ওই পরিবারকে একাধিকবার হুমকি-ধামকিও দেয়া হয়।
×