ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাঁশখালীতে পাহাড়ী ঢলে কৃষকের মাথায় হাত

প্রকাশিত: ০৫:৩২, ২৯ জুন ২০১৫

বাঁশখালীতে পাহাড়ী ঢলে কৃষকের মাথায় হাত

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, চট্টগ্রাম, ২৮ জুন ॥ বাঁশখালী উপজেলার পাহাড়ী এলাকায় ঢলে প্রায় ২ হাজার একর ক্ষেতের ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে সহস্রাধিক কৃষক পরিবারে নেমে এসেছে অভাবনীয় দুর্ভোগ। পড়েছে তাদের মাথায় হাত। প্রবল বর্ষণের ফলে পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত ক্ষেতের মালিকদের তালিকা প্রণয়ন করা হয়েছে বলে উপজেলা প্রকল্প কর্মকর্তা মাসুদুর রহমান জানান। রবিবার সরেজমিনে পুঁইছড়ির ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে কৃষকদের সঙ্গে আলাপ করে এমনই চিত্র দেখতে পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ দিন থেকে প্রবল বর্ষণে পাহাড়ী ঢলের ফলে উপজেলার পুঁইছড়ি, চাম্বল, শীলকূপ, পৌরসদর জলদী, বৈলছড়ি, কালীপুর, সাধনপুর ও পুকুরিয়া ইউনিয়নের পাহাড়ী এলাকায় ক্ষেতের ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ক্ষতির সম্মুখীন হয়েছে এক হাজারেরও বেশি পরিবার। সরেজমিনে গিয়ে পুঁইছড়ি ইউনিয়নের পাহাড়ী এলাকায় দেখা যায় কাকরোল ও শসাক্ষেত নেই বললেই চলে।
×