ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই হাজার একর ফসল নষ্ট

প্রকাশিত: ০৫:৩২, ২৯ জুন ২০১৫

দুই হাজার একর ফসল নষ্ট

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীতে বন্ধ ঘোষিত ব্যাটারি রিক্সা অবিলম্বে চালুর দাবি জানিয়েছে মালিক ও চালকরা। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি প্রদান করেছে চালক ও মালিকদের সংগঠন। আজ সোমবার নগরীর সদরঘাট ট্রাফিক অফিসের সামনে অবস্থান কর্মসূচীর ঘোষণা দেয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। ব্যাটারিচালিত রিক্সাচালক ও মালিকদের সংগঠন চট্টগ্রাম ব্যাটারি রিক্সা চালক-মালিক শ্রমিক লীগের ব্যানারে রবিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে বক্তারা বলেন, ব্যাটারি রিক্সা বন্ধ হয়ে যাওয়ার ফলে হাজার হাজার চালক, মালিক, মিস্ত্রি ও এর সঙ্গে সংশ্লিষ্ট সেক্টরের কর্মজীবীদের লক্ষাধিক পরিবার আজ অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে। এখন রোজার মাচ চলছে, সামনে ঈদ। ঠিক এ সময়ে ব্যাটারি রিক্সা বন্ধ করে প্রশাসন মেহনতী দরিদ্র মানুষদের প্রতি চরম অমানবিক আচরণ করেছে। তারা বলেন, প্রশাসনের কাছে বার বার আবেদন নিবেদন করা হলেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। এ অবস্থায় আন্দোলনে নামা ছাড়া কোন পথ নেই। মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।
×