ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে দুর্ধর্ষ শিবির ক্যাডার সাজু গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার

প্রকাশিত: ০৫:৩২, ২৯ জুন ২০১৫

চট্টগ্রামে দুর্ধর্ষ শিবির ক্যাডার সাজু গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে গুলিবিদ্ধ অবস্থায় দুর্ধর্ষ এক শিবির ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। তার নাম সালাহ উদ্দিন সাজু (২৮)। নগরীর বায়েজিদ থানার অনন্যা আবাসিক এলাকায় রবিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি এলজি, একটি বিদেশী স্বয়ংক্রিয় অস্ত্র, ২ রাউন্ড গুলি, দুটি চাপাতি ও একটি কিরিচ। বায়েজিদ থানা পুলিশ সূত্রে জানা যায়, সালাউদ্দিন সাজু ছাত্রশিবিরের আরেক দুর্ধর্ষ ক্যাডার সরোয়ারের সহযোগী। সরোয়ার বর্তমানে কারাগারে থাকলেও সেখান থেকে আসা নির্দেশ অনুযায়ী চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকা- করে থাকে সাজু। কারাবন্দী সরোয়ার গত শুক্রবার ফোন করে অক্সিজেন নয়ারহাট এলাকায় সৌদি আরব প্রবাসী জাকির হোসেন নামের এক ব্যক্তির কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করে। সে শাসিয়ে জানায় যে, টাকা না দিলে তার বাড়ি জ্বালিয়ে দেয়া হবে। নির্দেশনা অনুযায়ী সরোয়ারের সেকেন্ড ইন কমান্ড আরমান আলী ও সালাহউদ্দিন সাজু ওইদিন জাকির হোসেনের বাড়ি গিয়ে চাঁদা দাবি করে। সৌদি প্রবাসী এ ব্যক্তি চাঁদা দিতে রাজি না হওয়ায় শিবির ক্যাডাররা তার প্রাইভেটকার জ্বালিয়ে দেয়ার চেষ্টা করে। ভীতি সঞ্চারের জন্য তারা দুই রাউন্ড ফাঁকা গুলে ছুড়ে চলে যায়। পুরো বিষয়টি ধরা পড়ে ওই বাসার বাইরে সেট করা সিসি ক্যামেরায়। এরপর বিষয়টি পুলিশকে অবহিত করা হলে ভিডিও ফুটেজ দেখে সালাউদ্দিন সাজুকে গ্রেফতার করে।
×