ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাবির ১১৯ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: ০৫:৩১, ২৯ জুন ২০১৫

জাবির ১১৯ কোটি টাকার বাজেট  ঘোষণা

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত ১১৯ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। যা গত অর্থবছরের তুলনায় প্রায় পাঁচ কোটি টাকা বেশি। এতে সম্ভাব্য ঘাটতি ধরা হয়েছে ৫ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বার্ষিক সিনেট অধিবেশনের ৩৪তম সভায় বাজেট উপস্থাপন করা হয়। এর আগে দুপুর ২টায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক অধিবেশন শুরু হয়। এরপর উপাচার্যের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের। বাজেট উপস্থাপনের শুরুতে তিনি ২০১৪-১৫ অর্থবছরের ১১৪ কোটি ৯০ লাখ টাকার সংশোধিত বাজেট পেশ করেন। এরপর তিনি ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত ১১৯ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন।
×