ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে যুবলীগের বাধা

প্রকাশিত: ০৫:৩১, ২৯ জুন ২০১৫

চট্টগ্রামে অবৈধ বিলবোর্ড  উচ্ছেদে যুবলীগের বাধা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় বিলবোর্ড উচ্ছেদ করতে গিয়ে আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়ে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। যুবলীগের নেতাকর্মীরা তাদের বিলবোর্ড কাটতে বাধা প্রদান করে। শুধু তাই নয়, একপর্যায়ে সেখানে ওই সংগঠনেরই দুটি গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। বাদানুবাদের একপর্যায়ে ঘটে পিস্তল উঁচিয়ে গুলি করার হুমকি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা দেড়টার দিকে টাইগার পাস কদমতলী মোড় এলাকা থেকে উচ্ছেদ শুরু করে সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট নাজিয়া শারমীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। বিলবোর্ড কাটা হচ্ছে জেনে ছুটে আসে যুবলীগের নেতা মোহাম্মদ আলী ওরফে হাতকাটা আলী, সোহাগ ও শাহীন আলম। তারা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদের মালিকানার বিলবোর্ড কাটতে ও উচ্ছেদে ক্রেন চালককে বাধ্য করার চেষ্টা করে। এ খবর শুনে ছুটে আসেন যুবলীগ নেতা ফরিদ মাহমুদ। তিনি মোহাম্মদ আলী ও তার লোকজনকে গালাগাল করেন। কিন্তু একপর্যায়ে উত্তেজিত হয়ে বলে ওঠেন, ‘খবরদার বিলবোর্ডে হাত দিলে গুলি করে দেব’। এ কথা বলেই তিনি কোমর থেকে পিস্তল বের করে উঁচিয়ে ধরেন। এ সময় দু’পক্ষের মধ্যে বাগ্বিত-া চলে এবং একপর্যায়ে উভয়পক্ষ সরে যায়। উদ্ভূত পরিস্থিতিতে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতকে অভিযান অসমাপ্ত রেখে ফিরে যেতে হয়।
×