ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে মানবপাচারকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশিত: ০৫:৩০, ২৯ জুন ২০১৫

না’গঞ্জে মানবপাচারকারীকে  গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ২৮ জুন ॥ আড়াইহাজারে ইলিয়াছ (৪০) নামে এক আদম পাচারকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার রাতে তাকে গণপিটুনি দিয়ে আড়াইহাজার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ইলিয়াছ চারজনকে পাচার করেছে বলে অভিযোগ রয়েছে। জানা যায়, উপজেলার সরাবদী গ্রামের আবুল কালামকে পাচার করে দেয়ার অভিযোগে তার ভাই স্কুল শিক্ষক মুঞ্জুর মিয়া ইলিয়াছের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় শনিবার রাতে স্থানীয় জনতা ইলিয়াছকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। স্কুল শিক্ষক মুঞ্জুর মিয়া জানান, ইলিয়াছ গত বছর ১ নবেম্বর ফুসলিয়ে তার ছোট ভাই আবুল কালাম (৪১)কে তাদের বাড়ি থেকে নিয়ে যায়। কিছুদিন তার ভাইয়ের সন্ধান না পেলে ইলিয়াছের সঙ্গে যোগাযোগ করলে সে জানায়, আবুল কালাম তার হেফাজতেই রয়েছে। তাকে ২ লক্ষ টাকা দিলে কালামকে মালয়েশিয়া পাঠিয়ে দেয়া হবে। এদিকে ইলিয়াছ একই উপজেলার মানেহর গ্রামের সিরাজ (৪০), বিনারচর গ্রামের সোলায়মান (৩৫) ও চামুরকান্দী চৌরাপাড়া গ্রামের মুকবুল হোসেনকেও (২৮) ফুসলিয়ে মালয়েশিয়া নেবে বলে বাড়ি থেকে নিয়ে যায়। পরে ইলিয়াছ এ চারজনকে শিপের মাধ্যমে নৌপথে মালয়েশিয়া পাঠিয়েছে বলে তাদের পরিবারকে জানায়। মুঞ্জুর মিয়া আরও জানায়, মালয়েশিয়া থেকে সোলায়মান ও মুকবুল বাড়িতে ফোন করে জানান, দালাল ইলিয়াছ তাদের বাড়ি থেকে নেয়ার পর অন্য দালালদের কাছে বিক্রি করে দেয়। দীর্ঘদিন তাদের সাগরে ও জঙ্গলে রেখে অমানুষিক নির্যাতন করা হয়। বহু কষ্টের পরে তারা দু’জন মালয়েশিয়া পৌঁছে।
×