ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন ॥ আহ্ছানিয়া মিশনের প্রথম পুরস্কার লাভ

প্রকাশিত: ০৫:১৩, ২৯ জুন ২০১৫

মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন ॥ আহ্ছানিয়া মিশনের প্রথম পুরস্কার লাভ

মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে অবদান রাখায় ঢাকা আহ্ছানিয়া মিশনকে এ বছর প্রথম পুরস্কার প্রদান করা হয়েছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ২৬ জুন ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি ঢাকা আহ্ছানিয়া মিশনের উপ-পরিচালক ও হেড অব আমিক ইকবাল মাসুদের হাতে এ পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনসি, এমপি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মোঃ বজলুর রহমান। ঢাকা আহ্ছানিয়া মিশন ১৯৯০ সাল থেকে মাদকবিরোধী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বর্তমানে গাজীপুর ও যশোরে পুরুষ মাদকাসক্তদের জন্য এবং ঢাকায় নারী মাদকাসক্তদের জন্য চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র পরিচালনা করছে।-বিজ্ঞপ্তি
×