ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করবে আইপিইউ

প্রকাশিত: ০৭:৫৩, ২৮ জুন ২০১৫

আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশকে  সহযোগিতা করবে আইপিইউ

স্টাফ রিপোর্টার ॥ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহযোগিতা দেবে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। নারীর ক্ষমতায়নের মাধ্যমে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছে সংস্থাটি। অপরদিকে ফ্রান্সে সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক বিবৃতিতে বলা হয় । ঢাকা সফররত আইপিইউ মহাসচিব মার্টিন চুংগং শনিবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের সার্বিক উন্নয়নের প্রশংসা করেন মার্টিন চুংগং। পাশাপাশি নারীর ক্ষমতায়নের মাধ্যমে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন তিনি। আইপিইউয়ের মহাসচিব বলেন, বাল্যবিবাহ, মা ও শিশুর অপুষ্টি, লিঙ্গ বৈষম্যকে চ্যালেঞ্জ করে আইপিইউয়ের সহযোগিতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে। আইপিইউ এর সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা বিশেষ করে সাবের হোসেন চৌধুরীর চেয়ারম্যান নির্বাচিত হওয়া এর কর্মকা-কে নতুন মাত্রায় নিয়ে যাবে বলে আশা করেন তিনি।
×