ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:২০, ২৮ জুন ২০১৫

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

১ কোম্পানি নিবন্ধিত হওয়র পর কত দিনের মাঝে ব্যবসায় আরম্ভ করতে ব্যর্থ হলে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপসাধন ঘটবে? ক) ৭ দিনের মধ্যে খ) ৩০ দিনের মধ্যে গ) ১৮০ দিনের মধ্যে ঘ) ৩৬৫ দিনের মধ্যে ২. জীবন বিমা হলো - র. ঘটনাসাপেক্ষে চুক্তি রর. ক্ষতিপূরণের চুক্তি ররর. আর্থিক নিশ্চয়তা চুক্তি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩. সোহাগ গাছ কেটে আসবাবপত্র তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করে। সোহাগের কাজটি কিসের অন্তর্ভুক্ত? ক) নির্মাণ শিল্প খ) নিষ্কাশন শিল্প গ) উৎপাদন শিল্প ঘ) প্রক্রিয়াভিত্তিক শিল্প ৪. সবচেয়ে প্রাচীন ব্যবসায়ের সংগঠন কোনটি? ক) কোম্পানি খ) অংশীদারি গ) ব্যবসায় জোট ঘ) একমালিকানা ৫. ‘বিনিয়োগ সুযোগ-সুবিধা অবহিতকরণ’ কোন ধরনের সহায়তার অন্তর্ভুক্ত? ক) উদ্দীপনামূলক সহায়তা খ) সমর্থনমূলক সহায়তা গ) সংরক্ষণমূলক সহায়তা ঘ) অর্থসংস্থানমূলক সহায়তা ৬. সমবায় সমিতির উদ্দেশ্য- র. মুনাফা অর্জন রর. সদস্যদের পারস্পরিক আর্থসামাজিক কল্যাণ সাধন ররর. সদস্যদের জন্য সেবাদান করা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও ররর ৭. বিআরটিসির ড্রাইভারদের কোথায় প্রশিক্ষণ দেয়া হয়? ক) গাজীপুরে খ) মহাখালীতে গ) গাবতলীতে ঘ) নারায়ণগঞ্জে ৮ কোন ধরনের ব্যাংক ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অনলাইন ব্যাংকিং সুবিধা চালু করেছে? ক) কেন্দ্রীয় ব্যাংক খ) বাণিজ্যিক ব্যাংক গ) গ্রামীণ ব্যাংক ঘ) বিদেশি মালিকানাধীন ব্যাংক ৯ পেশাগত সেবাকেন্দ্রিক ব্যবসায় করতে হলে প্রয়োজন - র. সরকারের অনুমতি রর. শিক্ষাগত যোগ্যতা ররর ভোক্তার চাহিদা নিরূপণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১০. বাংলাদেশে কত সালের ‘পরিবেশ নীতি’ প্রচলিত? ক) ১৯৯৫ খ) ১৯৯৬ গ) ১৯৯৯ ঘ) ২০০০ ১১. সুমি জুয়েলার্স একটি অংশীদারি ফার্ম। ফার্মটি নিবন্ধন করা হয় নি। ফলে অংশীদাররা যেসব সুবিধা হতে বঞ্চিত হবেন - র. পাওনা আদায়ে বাঁধা রর. তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা ররর. অপর অংশীদারদের বিরুদ্ধে মামলা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১২. একমালিকানা ব্যবসায়কে কোথা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়? ক) ইউনিয়ন পরিষদ খ) থানা/উপজেলা গ) পৌরসভা ঘ) জেলা ১৩. বিশেষ অংশীদারি ব্যবসায় কত প্রকার? ক) ৫ খ) ৪ গ) ৩ ঘ) ২ ১৪. শব্দ দূষণের কারণ নিচের কোনটি? ক) বাজার ও শহর সৃষ্টি খ) শিল্প বর্জ্য গ) ইটের ভাটা ঘ) দাবানল ১৫. মূল্যবোধ কোনটির সাথে সম্পর্কযুক্ত? ক) সততা খ) নিষ্ঠা গ) ন্যায়বোধ ঘ) স্থায়ী বিশ্বাস ১৬. ′বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (ইঊজঈ)′ কী ধরনের প্রতিষ্ঠান? ক) সরকারি খ) বেসরকারি গ) ব্যক্তিমালিকানাধীন ঘ) সরকারি ও বেসরকারি যৌথমালিকানা ১৭. ইঝঞও এর উদ্দেশ্য হলো - র. জাতীয় পর্যায়ে পণ্যের মানের ব্যবহার নিশ্চিত করা রর. স্থানীয় পর্যায়ে পণ্যের মানের ব্যবহার নিশ্চিত করা ররর. আন্তর্জাতিক পর্যায়ে পণ্যের মানের ব্যবহার নিশ্চিত করা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর
×