ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকারের উদ্যোগে পুঁজিবাজার স্থিতিশীল ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৭:০৮, ২৮ জুন ২০১৫

সরকারের উদ্যোগে পুঁজিবাজার স্থিতিশীল ॥ অর্থমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পুঁজিবাজারে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা অব্যাহত রাখতে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার। সরকারের নানামুখী উদ্যোগে বর্তমানে দেশের পুঁজিবাজারে স্থিতিশীলতা বিরাজ করছে। শনিবার জাতীয় সংসদে সরকারী দলের সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে সংসদকে এ কথা বলেন অর্থমন্ত্রী। মন্ত্রী বলেন, দেশের পুঁজিবাজারের উন্নয়ন এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ১০ বছরের ‘মাস্টার প্ল্যান’ প্রণয়নের পর তা পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে। তিনি বলেন, স্টক এক্সচেঞ্জসগুলোতে ট্রেড পরবর্তী ক্লিয়ারিং ও সেটেলমেন্ট ফাংশনের জন্য একটি পৃথক ক্লিয়ারিং কোম্পানি প্রতিষ্ঠা করা হলে বন্ড মার্কেট প্রসার হবে এবং বাজারে ঝুঁকি হ্রাস পাবে। পুঁজিবাজারে ডেরিভেটিভ ‘প্রডাক্টস’ চালু করার জন্য ধারণাপত্র প্রস্তুত করা হচ্ছে। ‘এক্সচেঞ্জ ট্রেড ফান্ড’ চালুর মাধ্যমে ‘অন্তর্বর্তীকালীন’ রিপোর্ট প্রণয়ন করা হচ্ছে। অর্থমন্ত্রী বলেন, এডিবির অর্থায়নে ‘ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম-থ্রি’র পিপিটিএ বাস্তবায়ন প্রক্রিয়া চলমান। স্টক এক্সচেঞ্জে ‘সিপারেট স্মল ক্যাপ ট্রেডিং বোর্ড’ গঠন এবং রাষ্ট্র মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ার পুঁজিবাজারে ছাড়ার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, বিনিয়োগকারীদের উৎসাহিত করার লক্ষ্যে পুঁজিবাজারের জন্য ‘ভলনেরেবিলিটি এ্যাসেসমেন্ট’ করণ, ‘রিস্ক-বেসড ক্যাপিটাল রিক্যুয়ারমেন্ট’ ব্যবস্থা চালু করা এবং বাজার মধ্যস্থতাকারীদের ‘রিস্ক-বেসড সুপারভিশন এ্যাপ্রোচের’ আওতায় আনা হচ্ছে। মন্ত্রী বলেন, ন্যাশনাল পলিসি অন ফাইন্যান্সিয়াল লিটারেসি’ প্রণয়ন এবং স্কুল-কলেজের পাঠ্যক্রমে ফাইন্যান্সিয়াল লিটারেসি কোর্স প্রবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে। এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের ফলে পুঁজিবাজার খাতে সুশাসন প্রতিষ্ঠা, দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা অব্যাহত, অধিক হারে দেশী-বিদেশী বিনিয়োগ আকৃষ্টসহ আন্তর্জাতিক মান (আইওএসসিও) মান বজায় রাখার মাধ্যমে দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে আশা করা যায়।
×