ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গৌরবময় এ্যাশেজে দারুণ কিছুর প্রত্যাশা কুকের

প্রকাশিত: ০৬:৫৭, ২৮ জুন ২০১৫

গৌরবময় এ্যাশেজে দারুণ কিছুর প্রত্যাশা কুকের

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাঠে সম্প্রতিই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। সিরিজটি ১-১ সমতায় শেষ করেছে ইংলিশরা। অবশ্য এ সিরিজে কোচহীন ছিল ইংল্যান্ড দল। বিশ্বকাপ ব্যর্থতার কারণে ঢেলে সাজানো ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডে (ইসিবি) যে রদবদলের হাওয়া লেগেছিল কোচ পিটার মুরসকে বরখাস্ত হতে হয়েছে সেটার ফলস্বরূপ। ক্ষণস্থায়ী দায়িত্ব নিয়ে সামলেছেন সহকারী কোচ পল ফারব্রেস। কিন্তু কিউইদের বিরুদ্ধে পুরো সিরিজ শেষ হওয়ার পর এখন দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ান ট্রেভর বেলিস। মর্যাদার এ্যাশেজ তার জন্য প্রথম মিশন। চ্যালেঞ্জ এখন স্বল্প সময়ে দলকে নিজের মতো গুছিয়ে তোলা। তবে গৌরবময় এ্যাশেজের মাত্র কিছুদিন আগে নতুন কোচ দায়িত্বে আসাটাকে ক্রিকেটের আদর্শগত দিক থেকে অনুচিত বলে মনে করছেন ইংল্যান্ড অধিনায়ক এ্যালিস্টার কুক। কিন্তু এরপরও এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গৌরবময় এ্যাশেজে দল দারুণ কিছু করবে বলে আশাবাদী কুক। সর্বশেষ এ্যাশেজ সিরিজটা ভয়াবহ দুঃস্বপ্নের মতো কেটেছে ইংল্যান্ডের জন্য। অস্ট্রেলিয়া থেকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে ফিরতে হয়েছে। সেই দুঃসহ এ্যাশেজের পর ইংল্যান্ড দলেও অনেক পরিবর্তন এসেছে। তারপর তিন কোচ বদলেছে ইংল্যান্ড। বিশ্বকাপেও বাজে নৈপুণ্য দেখিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। তবে বিশ্ব রানার্সআপ নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে দুর্দান্ত খেলার পর নতুন করে আত্মবিশ্বাস খুঁজে পেয়েছে ইংলিশরা। সেই আত্মবিশ্বাসই এখন কাজে লাগাতে চায় ইংল্যান্ড। বিশেষ করে লর্ডসে কিউইদের বিরুদ্ধে জয়টা যেভাবে এসেছে অধিনায়ক কুক মনে করছেন সেটা এ্যাশেজে পুনরাবৃত্তি ঘটবে। তিনি বলেন, ‘এটা হবে আমার জন্য সেরা অর্জন। আমি মনে করি, এটা আমাদের অনেকের ক্যারিয়ারের জন্য অন্যতম সেরা অর্জন হবে। যেখানে এখন আছি সেই অবস্থা থেকে আমরা যদি দ্য ওভালে এ্যাশেজ জিততে পারি সেটা হবে অবর্ণনীয় অর্জন এবং আমি অনেক বেশি গর্বিত বোধ করতাম।’ এবার ইংল্যান্ডের হয়ে প্রথমবার এ্যাশেজ খেলতে নামবেন অনেকেই। তরুণ উদীয়মান কিছু ক্রিকেটারদের নিয়ে গৌরবময় এ সিরিজে দারুণ কিছু করে নিজেদের মর্যাদা ফিরিয়ে আনার দিকে মনোযোগী কুক। তিনি বলেন, ‘গত ৬ মাসে যা কিছু ঘটেছে সেসব আমাদের দলগতভাবে এমনকিছু করার জন্য তাগাদা দিচ্ছে, যাতে দেশের ক্রিকেটের মর্যাদা ফিরে আসে।’
×