ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেই তেভেজই নায়ক!

প্রকাশিত: ০৬:৫৩, ২৮ জুন ২০১৫

সেই তেভেজই নায়ক!

স্পোর্টস রিপোর্টার ॥ কলম্বিয়ার বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শনিবার কার্লোস তেভেজের নেয়া সপ্তম শটেই গোল হলে টুর্নামেন্টের শেষ চারের টিকিট নিশ্চিত করে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা। অথচ তেভেজকে শটের সুযোগই দিতে চাননি আর্জেন্টিনার কোচ। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাবেক বার্সিলোনার এই অভিজ্ঞ কোচ বলেন, ‘আমি চেয়েছিলাম তেভেজ যেন পেনাল্টি শট না নেয়। কারণ ভেবে নিয়েছিলাম যে, সে হয়ত চাপ নিতে পারবে না।’ কোচের এমন ভাবনার পেছনে যুক্তিও আছে, যা অনেকেরই হয়ত অজানা। চার বছর আগে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি নির্ধারিত সময় শেষে ১-১ ব্যবধানে ড্র হয়। ফলে ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যূটআউটে। প্রথম দুটি শটের দুটিতেই গোল পায় আর্জেন্টিনা। তৃতীয় শটে গোল করতে আসেন তেভেজ। কিন্তু প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেননি তিনি। পরের দুটি শটে ঠিকই গোল পায় আর্জেন্টিনা। কিন্তু উরুগুয়ে তাদের ৫টি শটেই সব গোল করে সেমিফাইনালে জায়গা করে নেয়। ফলে কলঙ্কের কালি মাখে তেভেজের গায়ে। কোপা আমেরিকা থেকে বিদায়ের পর এক সাক্ষাতকারে তেভেজ বলেছিলেন, ‘ফুটবলে সবসময়ই দ্বিতীয় সুযোগ থাকে।’ হ্যাঁ, শনিবার ভিনা ডেল মারে সেটাই প্রমাণ করলেন জুভেন্টাসের এই আর্জেন্টাইন তারকা। ২০১১ সালের কোপা আমেরিকায় তেভেজের সেই পেনাল্টি শট রুখে দিয়েছিলেন উরুগুয়ের গোলরক্ষক ফারনান্দো মুসলেরা। ৪৭ হাজার দর্শকের সামনে সেবার চাপ নিতে পারেননি তেভেজ। এবার চাপ ঠিকই নিতে পেরেছেন এই আর্জেন্টাইন। যে কারণে তার গোলেই সেমির টিকিট কাটে আর্জেন্টিনা। তাই তো ম্যাচ শেষে উচ্ছ্বসিত জেরার্ডো মার্টিনোও বললেন, এতে তেভেজের দায়মোচন হয়েছে। সাবেক বার্সিলোনার এই কোচ বলেন, ‘আসলে ফুটবল কিছু কিছু সময় এমনই হয়। আমি তেভেজকে প্রথম পাঁচটি শট নেয়া থেকে বাদ রেখেছিলাম। কারণ তখন শুধুই আমার মাথায় গত আসরে তেভেজের পেনাল্টি মিসের ঘটনাটাই ভেসে বেড়াচ্ছিল। শুধু আমি নই, সকলেই তেভেজকে চাপ নেয়ার ব্যাপারটা বুঝিয়েছি। প্রকৃতপক্ষে ফুটবলে এমন কিছু ঘটনা ঘটে যেখানে দায়মোচনের সুযোগ আসে। অবশেষে আমরা তেভেজের ওপর পূর্ণ আস্থা রেখেই শ্যূটআউটে পাঠাই। আর সবকিছুই সে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিজের দায়মোচন করেছে, আমাদের আস্থার প্রতিদান দিয়েছে।’ দীর্ঘ তিন বছর আর্জেন্টিনার জাতীয় দলের বাইরে ছিলেন তেভেজ। অবশেষে ব্রাজিল বিশ্বকাপের পর দলে ডাক পান তিনি।
×