ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শব্দে ওজন বাড়ে

প্রকাশিত: ০৩:৪৮, ২৮ জুন ২০১৫

শব্দে ওজন বাড়ে

অতিরিক্ত শব্দে ওজন বাড়ে। পাঁচ হাজারের স্থূলকায় মানুষের ওপর গবেষণায় দেখা গেছে, প্রত্যেকেই রেল স্টেশন, বিমানবন্দর অথবা ব্যস্ত রাস্তার ধারে বসবাস করেন? তারা যানবাহনের শব্দে ঘুমের সমস্যায় ভুগছেন। এর ফলে প্রতিদিনের কাজ করার মতো ন্যূনতম উৎসাহও পান না এবং কায়িক পরিশ্রমের পরিমাণও দিনে দিনে কমে। এর ফলে বাড়তে থাকে ওজন। -সংবাদ প্রতিদিন স্মার্টফোনে পেসমেকারের ক্ষতি পেসমেকার থাকলে দূরে থাকুন স্মার্টফোন থেকে। মিউনিখের জার্মান হার্ট সেন্টারের গবেষক কার্সটেন লেনার্জ বলেছেন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সকে পেসমেকার কার্ডিয়াক সিগন্যাল ভেবে ভুল করে হঠাৎ থেমে যেতে পারে। আর তাতেই ঘটতে পারে দুর্ঘটনা। ৩০৮ জন রোগীর শরীরের কার্ডিয়াক যন্ত্র লাগানো অংশের ত্বকের ওপর স্যামসাং গ্যালাক্সি থ্রি, নোকিয়া লুমিয়া ও এইচটিসি ওয়ান এক্সএল স্মার্টফোন রেখে পরীক্ষা চালানো হয়। এদের মধ্যে একজন স্মার্টফোনের ইএমআই দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন।- জি নিউজ
×