ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৩০ জুন কর্ণফুলী টানেলের চুক্তি

প্রকাশিত: ০৩:৪৩, ২৮ জুন ২০১৫

৩০ জুন কর্ণফুলী টানেলের চুক্তি

কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানির (সিসিসিসি) সঙ্গে চুক্তি করতে যাচ্ছে সড়ক ও সেতু মন্ত্রণালয়। চুক্তি স্বাক্ষরের জন্য সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল শুক্রবার বাংলাদেশ থেকে চীন গেছেন। আগামী ৩০ জুন চীনের রাজধানী বেজিংয়ে এই চুক্তি স্বাক্ষর হবে। গত বছরের ১০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বেজিংয়ে বাংলাদেশের পক্ষে সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং চীনের পক্ষে তাদের পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের ভাইস প্রেসিডেন্ট চি-খো মাও টানেল নির্মাণের সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। - অর্থনৈতিক রিপোর্টার ৬ লাখ কোটি টাকার অডিট আপত্তি দেশের ৫৫ মন্ত্রণালয়ের ৬ লাখ ১৫ হাজার ৬০৬ কোটি টাকার অনিষ্পত্তিকৃত অডিট আপত্তি রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জাতীয় সংসদে শনিবার প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজি সেলিমের টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী সংসদকে এ তথ্য জানান। তিনি জানান, ৫৫টি মন্ত্রণালয় ও বিভাগের বিপরীতে অনিষ্পত্তিকৃত অডিট আপত্তির সংখ্যা ৮ লাখ ৫৩ হাজার ৩১৪টি। যার সঙ্গে সংশ্লিষ্ট অর্থের মোট পরিমাণ ৬ লাখ ১৫ হাজার ৬০৬ দশমিক ৩৬ কোটি টাকা। তিনি বলেন, ‘আপত্তিকৃত অডিট আপত্তিসমূহ জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটিতে আলোচনা করা হয়। কমিটি কর্তৃক অনিষ্পত্তিকৃত অডিট আপত্তিসমূহ যাচাই করে প্রযোজ্য ক্ষেত্রে নির্বাহী কর্তৃপক্ষকে অর্থ আদায়ের জন্য অনুশাসন দেয়া হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×