ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হার্ডওয়্যার রফতানি করবে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩০, ২৭ জুন ২০১৫

হার্ডওয়্যার রফতানি করবে বাংলাদেশ

হার্ডওয়্যার আমদানি নির্ভর না হয়ে এখন থেকে বাংলাদেশ নিজেই হার্ডওয়্যার তৈরি করে বিদেশে রফতানি করবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গত বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইফতার ও নৈশ ভোজ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। যৌথভাবে এর আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি। জুনাইদ আহমেদ পলক বলেন, রফতানির জন্য হার্ডওয়্যার তৈরির যথেষ্ট কর্মী-জনবল আমাদের দেশে আছে। তাদের উৎসাহ দিতে আমাদের মন্ত্রণালয় কাজ করছে। অতি দ্রুতই আমরা আমদানিনির্ভর থেকে বেরিয়ে এসে রফতানিতে যাব।- অর্থনৈতিক রিপোর্টার
×