ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জ বিসিক শিল্পনগরী এখন কর্মমুখর

প্রকাশিত: ০৬:৩০, ২৭ জুন ২০১৫

হবিগঞ্জ বিসিক শিল্পনগরী  এখন কর্মমুখর

অর্থনৈতিক রিপোর্টার ॥ হবিগঞ্জ বিসিক শিল্পনগরীতে এখন হাজারও বেকার লোকের কর্মতৎপরতায় ক্ষুদ্র শিল্পের নতুন দিগন্ত তৈরি হয়েছে। জেলা কারাগারের কাছেই প্রায় ১৫ একর জমিতে এ শিল্পনগরীর অবস্থান। ১৯৮৭ সালে এটি স্থাপিত হলেও মূলত ১৯৯৮ সালে এখানে হাতেগোনা ক্ষুদ্র শিল্পের কাজ শুরু হয়। প্রথমে এখানে শিল্প স্থাপনে উদ্যোক্তাদের তেমন একটা আগ্রহ দেখা যায়নি। বেকার সমস্যার কথা চিন্তা করে কর্তৃপক্ষ উদ্যোক্তাদের নানাভাবে উৎসাহ জোগায়। এতে উদ্যোক্তারা ধীরে ধীরে এখানে শিল্প প্রতিষ্ঠান স্থাপন শুরু করেন।
×