ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে অসামাজিক কর্মকা-ের অভিযোগে গ্রেফতার ৬

প্রকাশিত: ০৬:০৩, ২৭ জুন ২০১৫

মুন্সীগঞ্জে অসামাজিক কর্মকা-ের অভিযোগে গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ অসামাজিক কর্মকা- গোপনে ভিডিও এবং সে ভিডিও দেখিয়ে দেহ ব্যবসায় বাধ্য করা ও ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে গ্রাম্য চিকিৎসকসহ মুন্সীগঞ্জের ৬ যুবক-যুবতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরহোগলা গ্রামের আব্দুল গফুরের ছেলে গ্রাম্য ডাক্তার কাউসার, টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ইকরাম হোসেন, তার স্ত্রী আমেনা আক্তার, শহরের হাটলক্ষীগঞ্জ এলাকার হাসান দেওয়ানের দুই মেয়ে কনক (১৮), রজনী (২০) ও শহরের চরকিশোরগঞ্জ (মোল্লাপাড়া) এলাকার আল-ইসলাম। তাদের বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে দুইজনকে ডিবি পুলিশ ও বাকিদের থানা পুলিশ গ্রেফতার করে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি ইউনুচ আলী জানান, সংঘবদ্ধ এ চক্রটি পরস্পর যোগসাজশে শারীরিক মেলামেশার দৃশ্য গোপনে ভিডিও করে সে ভিডিও দেখিয়ে জিম্মি করে অন্য পুরুষের সঙ্গে অবৈধ মেলামেশায় বাধ্য করা এবং ধর্ষণের ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেয়া এবং তা বাজারজাত করে আসছে। এ সংঘবদ্ধ চক্রটির সদস্য সংখ্যা ১৭। এ ব্যাপারে সদর থানার এসআই মনিরুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন।
×