ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংক্ষিপ্ত সংবাদ

প্রকাশিত: ০৫:৫৩, ২৭ জুন ২০১৫

সংক্ষিপ্ত সংবাদ

স্পোর্টস রিপোর্টার ॥ বাবা হারিয়েছেন দিয়াগো ম্যারাডোনা। হৃদরোগ ও শ্বাসপ্রশ্বাসের সমস্যার সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার না ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তি এই ফুটবলারের বাবা ডন দিয়াগো। বাবার মৃর্তুতে শোকাহত ম্যারাডোনা। আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির রাজধানী বুয়েনস আইরেসের একটি ক্লিনিকে মারা যাওয়ার সময় দিয়াগোর বয়স হয়েছিল ৮৭ বছর। অধিনায়ক হিসেবে আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো ম্যারাডোানার ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই যায়। তবে ভাল ও খারাপ সময়, দুটিতেই বাবাকে বন্ধুর মতো পাশে পান ম্যারাডোনা। কলম্বোয় এগিয়ে লঙ্কানরা পাকিস্তানের হয়ে দ্রুত ৫০ উইকেট শিকারের নতুন রেকর্ড ইয়াসির শাহর, ইনজুরিতে ওয়াহাব রিয়াজ স্পোর্টস রিপোর্টার ॥ কুশল সিলভা ও অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুসের লড়াকু দুই হাফ সেঞ্চুরির সৌজন্যে কলম্বো টেস্টে এগিয়ে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে সফরকারী পাকিস্তানকে ১৩৮ রানে গুঁড়িয়ে দেয়ার পর দ্বিতীয় দিন শেষে ৯ উইকেটে ৩০৪ রান সংগ্রহ করেছে লঙ্কানরা। স্বাগতিকরা এগিয়ে ১৬৬ রানে। দ্বিতীয় দিন শেষে ১০ রান নিয়ে ব্যাট করছেন রঙ্গনা হেরাথ, তার সঙ্গী রানের খাতা খোলার অপেক্ষায় দশমন্ত চামিরা। পাকিস্তানের জন্য দুঃসংবাদ ইনজুরির জন্য ম্যাচ তো বটেই, সিরিজ থেকেই ছিটকে গেছেন তারকা অলরাউন্ডার ওয়াহাব রিয়াজ। গলের প্রথম ম্যাচ জিতে তিন টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে মিসবাহ-উল হকের দল। ১ উইকেটে ৭০ রান নিয়ে শুক্রবার দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। লেগস্পিনার ইয়াসির শাহর দারুণ বোলিংয়ে একপর্যায়ে ১১৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে পাকিস্তানের ঘূর্ণিবিষের মুখেও দলকে টেনে তোলেন কুশল-ম্যাথুস। চতুর্থ উইকেট জুটিতে ২১.২ ওভারে ৭২ রান যোগ করেন তারা। সর্বোচ্চ ৮০ রান করে দুর্ভাগ্যজনকভাবে রানআউট হন তরুণ ওপেনার কুশল। শেষদিকে সপ্তম উইকেটে ম্যাথুসকে ভাল সঙ্গ দেন ধাম্মিকা প্রসাদ। দুজনে যোগ করেন ৭৩ রান। ৩৫ রান করেন মূলত পেসার ধাম্মিকা। অধিনায়ক ম্যাথুসের ব্যাট থেকে আসে ধৈর্যশীল ৭৭ রানের ইনিংস। লঙ্কান প্রতিরোধের মাঝে পাকিস্তানের হয়ে অসাধারণ বোলিং করে নতুন এক রেকর্ডই গড়েছেন ইয়াসির শাহ। ৪০ ওভার বোলিং করে ৯৫ রানের বিনিময়ে ৫ উইকেট নেন তরুণ এই লেগস্পিনার। এর মধ্য দিয়ে ক্যারিয়ারের নবম ম্যাচে ৫০ উইকেট শিকারের ল্যান্ডমার্ক অতিক্রম করেন তিনি (৫১), যা পাকিস্তানের হয়ে দ্রুত অর্ধশত শিকারের নতুন রেকর্ড। ইয়াসিরের আগে ওয়াকার ইউনুস, সাব্বির আহাম্মেদ, মোহাম্মদ আসিফ ১০ টেস্টে নিয়েছিলেন ৫০টি করে উইকেট। এ বছর (২০১৫) সালে ৪ টেস্ট খেলে ইয়াসিরের উইকেট ২৪টিÑ ৫ ম্যাচে ২৩টি করে উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে দুই ইংলিশ তারকা জেমস এ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। পঞ্চম পাকিস্তানী হিসেবে ক্যারিয়ারের শততম টেস্ট খেলছেন অভিজ্ঞ ইউনুস খান। তালিকায় অপর চারজন হলেন গ্রেট জাভেদ মিয়াঁদাদ, ইনজামাম-উল-হক, ওয়াসিম আকরাম ও সেলিম মালিক। স্কোর ॥ পাকিস্তান প্রথম ইনিংস ১৩৮/১০ (৪২.৫ ওভার; হাফিজ ৪২ ওভার; আজহার ২৬, ইয়াসির ১৫, সরফরাজ ১৪; থারিন্ডু ৫/৪২, প্রসাদ ৩/৪৩, চামিরা ১/৩৩) শ্রীলঙ্কা প্রথম ইনিংস ৩০৪/৯ (১১৮.২ ওভার; কুশল ৮০, ম্যাথুস ৭৭, প্রসাদ ৩৫, সাঙ্গাকারা ৩৪, থারিন্ডু ১৮; ইয়াসির ৫/৯৫, হাফিজ ১/১৯, জুনায়েদ ১/৮০) ** দ্বিতীয় দিন শেষে শোকাহত ম্যারাডোনা স্পোর্টস রিপোর্টার ॥ বাবা হারিয়েছেন দিয়াগো ম্যারাডোনা। হৃদরোগ ও শ্বাসপ্রশ্বাসের সমস্যার সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার না ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তি এই ফুটবলারের বাবা ডন দিয়াগো। বাবার মৃর্তুতে শোকাহত ম্যারাডোনা। আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির রাজধানী বুয়েনস আইরেসের একটি ক্লিনিকে মারা যাওয়ার সময় দিয়াগোর বয়স হয়েছিল ৮৭ বছর। অধিনায়ক হিসেবে আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো ম্যারাডোানার ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই যায়। তবে ভাল ও খারাপ সময়, দুটিতেই বাবাকে বন্ধুর মতো পাশে পান ম্যারাডোনা। ব্লাটার পদত্যাগ করেননি! স্পোর্টস রিপোর্টার ॥ সেপ ব্লাটারের পদত্যাগ নাটক বেশ জমে উঠেছে। পঞ্চমবারের মতো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) সভাপতি নির্বাচিত হওয়ার পর গত ২ জুন পদত্যাগ করেন তিনি। এরপর থেকে বিভিন্ন রকম সংবাদ চাউর হচ্ছে। এবার শোনা যাচ্ছে, ব্লাটার নাকি পদত্যাগই করেননি! সুইজারল্যান্ডের পত্রিকা ‘ব্লিক’ ব্লাটারের উদ্ধৃতি দিয়ে এমনই জানিয়েছে শুক্রবার। সুইস পত্রিকার উদ্ধৃতিতে বলা হয়েছেÑ ব্লাটার জানিয়েছেন, আমি পদত্যাগ করিনি। আমি আমার অফিস ও নিজেকে ফিফা কংগ্রেসের হাতে সমর্পণ করেছি। এই সংবাদের পরপরই ফিফা থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ব্লাটার এসব বলেননি। তার সিদ্ধান্ত পাল্টানোর সম্ভাবনাও নাকি নেই। নির্বাচনের আগে ফিফায় দুর্নীতি নিয়ে তুলকালাম সৃষ্টি হয়। ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ উঠে। যে কারণে ২৭ মে সুইজারল্যান্ডের জুরিখের একটি হোটেলে অভিযান চালিয়ে ফিফার সাত কর্মকর্তাকে ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে সুইস পুলিশ। তাসকিনকে নিয়ে শঙ্কা স্পোর্টস রিপোর্টার ॥ দারুণ ফর্মে ছিলেন পেসার তাসকিন আহমেদ। আগামী দিনের তারকা হিসেবে তরুণ উদীয়মান পেসারদের সামনে এগিয়ে দিচ্ছিলেন ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এবার ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নবাগত মুস্তাফিজুর রহমান ও তাসকিনকে দিয়েই আক্রমণের সূচনা করেছেন তিনি। সেক্ষেত্রে বেশ সফল এই দুই তরুণ পেসারই। কিন্তু আবারও ইনজুরির ধাক্কা ছিটকে দিয়েছে তাকে। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে শরীরের ব্যথার কারণে পুরো ওভার বোলিং করতে পারেননি। পরে সাইড স্ট্রেইনের কারণে তৃতীয় ওয়ানডে খেলা হয়নি তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে তার পুরোপুরি সেরে উঠতে অন্তত ৩ সপ্তাহ সময় লাগবে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ খেলা নিশ্চিতভাবেই হচ্ছে না তার। আর ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে খেলার ক্ষীণ সম্ভাবনা আছে। যদিও তাসকিন নিজে আশাবাদী প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলার ব্যাপারে। ভারতের বিরুদ্ধে প্রথম দুটি ওয়ানডেতেই পুরো ওভার বোলিং করতে পারেননি তাসকিন। প্রথম ওয়ানডেতে দারুণ বোলিং করলেও মাত্র ৬ ওভার করেছেন। আর দ্বিতীয় ওয়ানডেতে ৪ ওভার করতে পেরেছেন। সেদিন থেকেই মূলত শরীরের বাঁ পাশে পেশিতে ব্যথা অনুভব করছিলেন। পরে পেশিতে টান লাগে তার। এরপর আর তৃতীয় ওয়ানডে খেলা হয়নি। নিশ্চিত হওয়া গেছে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। এদিকে পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে আগামী ৩০ জুন ঢাকায় পা রাখবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। একবিংশ শতাব্দীর সেরা শচীন টেন্ডুলকর স্পোর্টস রিপোর্টার ॥ শচীন টেন্ডুলকরের মতো বিরল প্রতিভাবানদের জন্ম যুগে যুগে নয়, শতবর্ষে একবারই হয়, সেটি আরও একবার প্রমাণ হলো। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ওয়েবসাইটে পরিচালিত এক জরিপে একবিংশ শতাব্দীর (২১ শতকের) সেরা টেস্ট ক্রিকেটারের স্বীকৃতি পেলেন ভারতীয় ক্রীড়াঙ্গনের জীবন্ত কিংবদন্তি। জন্ম ভারতে হলেও দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারে অপূর্ব ব্যাটিংশৈলীর মাধ্যমে বিশ্বজুড়ে অগণিত ভক্তের মন জয় করেন ২০১৩ সালে অবসরে যাওয়া ক্রিকেটের এ ‘অপার বিস্ময়’। তারই নিদর্শন অস্ট্রেলিয়ান সাইট থেকে সেরার স্বীকৃতি। এমনকি শেনওয়ার্ন, রিকি পন্টিংয়ের মতো অসি-গ্রেটদের পেছনে ফেলেন ৪২ বছর বয়সী ব্যাটিং-মহীরুহ। শতকরা ১৪ শতাংশ ভোট পেয়ে তালিকায় দ্বিতীয় স্থানে ঠাঁই করে নেন অবসরের দোরগোড়ায় দাঁড়ানো শ্রীলঙ্কান তারকা কুমার সাঙ্গাকারা। শচীনের ভা-ারে জমা পড়ে ২৪ শতাংশ ভোট। ১৯৮৯ থেকে ২৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ২০০ টেস্ট খেলে ৫৩.৭৮ গড়ে রেকর্ড ১৫,৯২১ রান সংগ্রহ করেন ‘এ যুগের ডন’। একবিংশ শতাব্দীতে পা দেয়ার পর ১২৭ টেস্টে ৫২.২২ গড়ে করেন ১০,০৮০ রান। মোট ৫১ টেস্ট সেঞ্চুরির মধ্যে ২০০০ সালের পরই করেন ২৯টি! টেস্ট-ওয়ানডে মিলিয়ে ১শ’ সেঞ্চুরি হাঁকানো একমাত্র ব্যাটসম্যান শচীন। সর্বোচ্চ সেঞ্চুরি, সর্বাধিক রানসহ আন্তর্জাতিক ক্রিকেটের বিরল সব রেকর্ড তারই ভা-ারে। সিএর অনলাইনে ভোটের একবিংশ শতাব্দীর শীর্ষ পাঁচ ক্রিকেটারের অপর তিনজন হলেনÑ এ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং ও জ্যাক ক্যালিস। তারা সবাই নিজ দলে অসামান্য অবদান রাখেন। তবে অবাক করার মতো বিষয় কেবল একবিংশ নয়, ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা দুই বোলার শেনওয়ার্ন ও মুত্তিয়া মুরলিধরন যথাক্রমেÑ ৯ শতাংশ ও ৩ শতাংশ ভোট পেয়ে যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থানে! কিছুদিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একটি জুরি বোর্ডের মাধ্যমে শতাব্দীর সেরা ১০০ জন টেস্ট ক্রিকেটারের তালিকা তৈরি করে। পরে সেখান থেকেই একবিংশ শতাব্দীর সেরা বেঁছে নেয়ার জন্য ভক্তদের মধ্যে এ অনলাইন ভোটের আয়োজন করা হয়। যেখানেই সবাইকে পেছনে ফেললেন শচীন। জরিপে ১৬ হাজারেরও বেশি ভক্ত অনুরাগী অংশ নেন বলে জানানো হয়েছে। ভারতীয়দের কাছে শচীন কেবল একটি নাম নয়, তার চেয়ে বেশি কিছু। যেখানে ভক্তরা তাকে ক্রিকেট-দেবতা বলে মনে করেন। ১৯৭৩ সালের ২৪ এপ্রিল মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন আধুনিক ক্রিকেটের এই বিরল প্রতিভা। শুক্রবারই মুম্বাই ক্রিকেট এ্যাসোসিয়েশনের (এমসিএ) অধীনে ক্রিকেট ইমপ্রুভমেন্ট কমিটিতে (সিআইসি) শচীনকে অন্তর্ভুক্ত করা হয়। যার অর্থ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) উপদেষ্টা কমিটির পাশাপাশি সিআইসিতেও কাজ করবেন তিনি। জীবন্ত কিংবদন্তিকে কাজে লাগাতে সর্বোচ্চ চেষ্টাই করে যাচ্ছে মুম্বাই। কলম্বোয় এগিয়ে লঙ্কানরা পাকিস্তানের হয়ে দ্রুত ৫০ উইকেট শিকারের নতুন রেকর্ড ইয়াসির শাহর, ইনজুরিতে ওয়াহাব রিয়াজ স্পোর্টস রিপোর্টার ॥ কুশল সিলভা ও অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুসের লড়াকু দুই হাফ সেঞ্চুরির সৌজন্যে কলম্বো টেস্টে এগিয়ে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে সফরকারী পাকিস্তানকে ১৩৮ রানে গুঁড়িয়ে দেয়ার পর দ্বিতীয় দিন শেষে ৯ উইকেটে ৩০৪ রান সংগ্রহ করেছে লঙ্কানরা। স্বাগতিকরা এগিয়ে ১৬৬ রানে। দ্বিতীয় দিন শেষে ১০ রান নিয়ে ব্যাট করছেন রঙ্গনা হেরাথ, তার সঙ্গী রানের খাতা খোলার অপেক্ষায় দশমন্ত চামিরা। পাকিস্তানের জন্য দুঃসংবাদ ইনজুরির জন্য ম্যাচ তো বটেই, সিরিজ থেকেই ছিটকে গেছেন তারকা অলরাউন্ডার ওয়াহাব রিয়াজ। গলের প্রথম ম্যাচ জিতে তিন টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে মিসবাহ-উল হকের দল। ১ উইকেটে ৭০ রান নিয়ে শুক্রবার দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। লেগস্পিনার ইয়াসির শাহর দারুণ বোলিংয়ে একপর্যায়ে ১১৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে পাকিস্তানের ঘূর্ণিবিষের মুখেও দলকে টেনে তোলেন কুশল-ম্যাথুস। চতুর্থ উইকেট জুটিতে ২১.২ ওভারে ৭২ রান যোগ করেন তারা। সর্বোচ্চ ৮০ রান করে দুর্ভাগ্যজনকভাবে রানআউট হন তরুণ ওপেনার কুশল। শেষদিকে সপ্তম উইকেটে ম্যাথুসকে ভাল সঙ্গ দেন ধাম্মিকা প্রসাদ। দুজনে যোগ করেন ৭৩ রান। ৩৫ রান করেন মূলত পেসার ধাম্মিকা। অধিনায়ক ম্যাথুসের ব্যাট থেকে আসে ধৈর্যশীল ৭৭ রানের ইনিংস। লঙ্কান প্রতিরোধের মাঝে পাকিস্তানের হয়ে অসাধারণ বোলিং করে নতুন এক রেকর্ডই গড়েছেন ইয়াসির শাহ। ৪০ ওভার বোলিং করে ৯৫ রানের বিনিময়ে ৫ উইকেট নেন তরুণ এই লেগস্পিনার। এর মধ্য দিয়ে ক্যারিয়ারের নবম ম্যাচে ৫০ উইকেট শিকারের ল্যান্ডমার্ক অতিক্রম করেন তিনি (৫১), যা পাকিস্তানের হয়ে দ্রুত অর্ধশত শিকারের নতুন রেকর্ড। ইয়াসিরের আগে ওয়াকার ইউনুস, সাব্বির আহাম্মেদ, মোহাম্মদ আসিফ ১০ টেস্টে নিয়েছিলেন ৫০টি করে উইকেট। এ বছর (২০১৫) সালে ৪ টেস্ট খেলে ইয়াসিরের উইকেট ২৪টিÑ ৫ ম্যাচে ২৩টি করে উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে দুই ইংলিশ তারকা জেমস এ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। পঞ্চম পাকিস্তানী হিসেবে ক্যারিয়ারের শততম টেস্ট খেলছেন অভিজ্ঞ ইউনুস খান। তালিকায় অপর চারজন হলেন গ্রেট জাভেদ মিয়াঁদাদ, ইনজামাম-উল-হক, ওয়াসিম আকরাম ও সেলিম মালিক। স্কোর ॥ পাকিস্তান প্রথম ইনিংস ১৩৮/১০ (৪২.৫ ওভার; হাফিজ ৪২ ওভার; আজহার ২৬, ইয়াসির ১৫, সরফরাজ ১৪; থারিন্ডু ৫/৪২, প্রসাদ ৩/৪৩, চামিরা ১/৩৩) শ্রীলঙ্কা প্রথম ইনিংস ৩০৪/৯ (১১৮.২ ওভার; কুশল ৮০, ম্যাথুস ৭৭, প্রসাদ ৩৫, সাঙ্গাকারা ৩৪, থারিন্ডু ১৮; ইয়াসির ৫/৯৫, হাফিজ ১/১৯, জুনায়েদ ১/৮০) ** দ্বিতীয় দিন শেষে
×