ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্লাটার পদত্যাগ করেননি!

প্রকাশিত: ০৫:৫১, ২৭ জুন ২০১৫

ব্লাটার পদত্যাগ করেননি!

স্পোর্টস রিপোর্টার ॥ সেপ ব্লাটারের পদত্যাগ নাটক বেশ জমে উঠেছে। পঞ্চমবারের মতো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) সভাপতি নির্বাচিত হওয়ার পর গত ২ জুন পদত্যাগ করেন তিনি। এরপর থেকে বিভিন্ন রকম সংবাদ চাউর হচ্ছে। এবার শোনা যাচ্ছে, ব্লাটার নাকি পদত্যাগই করেননি! সুইজারল্যান্ডের পত্রিকা ‘ব্লিক’ ব্লাটারের উদ্ধৃতি দিয়ে এমনই জানিয়েছে শুক্রবার। সুইস পত্রিকার উদ্ধৃতিতে বলা হয়েছেÑ ব্লাটার জানিয়েছেন, আমি পদত্যাগ করিনি। আমি আমার অফিস ও নিজেকে ফিফা কংগ্রেসের হাতে সমর্পণ করেছি। এই সংবাদের পরপরই ফিফা থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ব্লাটার এসব বলেননি। তার সিদ্ধান্ত পাল্টানোর সম্ভাবনাও নাকি নেই। নির্বাচনের আগে ফিফায় দুর্নীতি নিয়ে তুলকালাম সৃষ্টি হয়। ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ উঠে। যে কারণে ২৭ মে সুইজারল্যান্ডের জুরিখের একটি হোটেলে অভিযান চালিয়ে ফিফার সাত কর্মকর্তাকে ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে সুইস পুলিশ।
×