ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লড়াই হবে পুরো ৯০ মিনিট ॥ উইলিয়ান

প্রকাশিত: ০৫:৪৯, ২৭ জুন ২০১৫

লড়াই হবে পুরো ৯০ মিনিট ॥ উইলিয়ান

স্পোর্টস রিপোর্টার ॥ ফেবারিট হিসেবেই কোপা আমেরিকায় খেলতে নামে ব্রাজিল। শুরুটা দারুণভাবে করলেও গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচেই কলম্বিয়ার কাছে হেরে যায় সেলেসাওরা। শুধু তাই নয়, লালকার্ডে সেই ম্যাচেই নিষেধাজ্ঞার কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন দলের সেরা তারকা নেইমার। তারপরও ভেনেজুয়েলার বিপক্ষে শেষ ম্যাচে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে উঠে কার্লোস দুঙ্গার দল। শেষ আটের লড়াইয়ে ব্রাজিলের প্রতিপক্ষ এখন প্যারাগুয়ে। দুইবারের চ্যাম্পিয়ন প্যারাগুয়ে। যাদের কাছে হেরেই গত মৌসুমে কোপা আমেরিকার লড়াই থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। সেবারও এই কোয়ার্টার ফাইনালের লড়াইয়েই। তবে এবার সেই ভুল থেকে শিক্ষা নিয়েই মাঠে নামছে সেলেসাওরা। যে কারণেই প্যারাগুয়ের বিপক্ষে কঠিন লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেছে কার্লোস দুঙ্গার শিষ্যরা। বিশেষ করে ব্রাজিলের তারকা ফুটবলার উইলিয়ান প্রতিপক্ষ দলের বিপক্ষে নিজেদের সেরাটা ঢেলে দিতে দারুণ আশাবাদী। এ বিষয়ে মিডফিল্ডার উইলিয়ান বলেন, ‘প্রতিপক্ষ হিসেবে প্যারাগুয়ে খুবই শক্তিশালী। যে কারণে আশা করি ম্যাচের পুরো ৯০ মিনিটজুড়েই লড়াই হবে। তবে জাতি হিসেবে আমাদের এটা খুব ভাল করেই জানা যে তাদের কিভাবে হারাতে পারব।’ গত মৌসুমে শেষ আটে এই প্যারাগুয়ের কাছেই স্বপ্ন চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিল ব্রাজিলের। যে দুঃস্মৃতি এখনও আঘাত করে সেলেসাওদের হৃদয়ে। তাই একই প্রতিপক্ষকে পেয়ে এবার একটু বেশিই সতর্ক কার্লোস দুঙ্গার দল। এ বিষয়ে উইলিয়ানের অভিমত, ‘গত কোপা আমেরিকায় আমরা প্যারাগুয়ের কাছে হেরেই বিদায় নিয়েছিলাম। তবে আমি আশা করি এবারের চিত্রটা একেবারেই ব্যতিক্রম। আশা করি আমরা যেভাবে স্বাভাবিক খেলি প্যারাগুয়ের বিপক্ষে ঠিক সেই খেলাটাই খেলতে পারব।’ গত বছর নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। সেই ক্ষতটা ব্রাজিলিয়ানদের কাছে এখনও তরতাজা। শুধু ফিফা বিশ্বকাপই নয়, সম্প্রতি অনুর্ধ-২০ বিশ্বকাপেও সার্বিয়ার কাছে হেরে স্বপ্ন-ভঙ্গ হয় সেলেসাওদের। তাছাড়া কানাডায় চলমান মেয়েদের বিশ্বকাপ থেকেও ইতোমধ্যেই বিদায় নিয়ে ফেলেছে মার্তারা। যে কারণে ব্রাজিলের হারানো গৌরব ফিরিয়ে আনার কোপা আমেরিকা-ই এখন সঠিক মঞ্চ। যেখানে হাসি ফুটাতে মরিয়া ব্রাজিল। কিন্তু পারবে কী সেই মঞ্চে শিরোপা-জয়ের উল্লাসে ভাসতে? অন্তত উইলিয়ান বলছেন সম্ভব। তরুণ প্রতিভাবান এই মিডফিল্ডার নেইমারকে ছাড়াও প্যারাগুয়ের বিপক্ষে জিতে আর্জেন্টিনার (সম্ভাব্য) বিপক্ষে সেমিফাইনাল খেলতে মরিয়া।
×