ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ফজলুল করিমের মৃত্যুবার্ষিকীতে উদীচীর আয়োজন

প্রকাশিত: ০৫:৪৪, ২৭ জুন ২০১৫

ফজলুল করিমের মৃত্যুবার্ষিকীতে উদীচীর আয়োজন

সংস্কৃতি ডেস্ক ॥ প্রখ্যাত দার্শনিক, শিক্ষাবিদ, জ্ঞানতাপস এবং উদীচীর সাবেক উপদেষ্টা অধ্যাপক সরদার ফজলুল করিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ স্মরণ অনুষ্ঠানের করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। আজ বিকাল চারটায় রাজধানীর তোপখানা রোডের উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে উদীচী ঢাকা মহানগর সংসদের গ্রন্থাগার ও পাঠচক্র বিভাগ। এতে সভাপতিত্ব করবে উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ। এতে সরদার ফজলুল করিমের জীবন ও দর্শন নিয়ে আলোচনা করবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান্তনু মজুমদার। এছাড়াও, এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান। উদীচী কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা মহানগর সংসদের অন্যান্য নেতা-কর্মীরাও এতে অংশ নেবেন।
×